ইলিয়াস গল্পের প্রশ্ন উত্তর mcq

লিও তলস্তয়ের “ইলিয়াস” গল্পটির মূলভাব হলো, প্রকৃত সুখ বাহ্যিক ধনসম্পত্তিতে নয়, বরং সরল জীবন, আন্তরিক সম্পর্ক এবং মানসিক শান্তিতে নিহিত। ধনসম্পদ জীবনে স্বাচ্ছন্দ্য এনে দিতে পারে, কিন্তু দুশ্চিন্তা ও পাপ থেকে মুক্তি দিতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকের পোস্টে ইলিয়াস গল্পের প্রশ্ন উত্তর mcq লিখে দিলাম।

ইলিয়াস গল্পের প্রশ্ন উত্তর mcq

১। ইলিয়াস কোথায় বাস করত?
ক) উফা প্রদেশ
খ) মস্কো
গ) কিয়েভ
ঘ) সাইবেরিয়া
উত্তর: ক) উফা প্রদেশ

২। বিয়ের পরে ইলিয়াসের আর্থিক অবস্থা ছিল-
ক) ধনী
খ) দরিদ্র
গ) মধ্যবিত্ত
ঘ) সম্পত্তিহীন
উত্তর: গ) মধ্যবিত্ত

৩। ইলিয়াসের শুরুতে কতগুলো ঘোটকী ছিল?
ক) ৫
খ) ৭
গ) ১০
ঘ) ১৫
উত্তর: খ) ৭

৪। ইলিয়াস ধনী কীভাবে হয়?
ক) লটারি জিতে
খ) ব্যবসা করে
গ) কঠোর পরিশ্রম ও সুব্যবস্থার মাধ্যমে
ঘ) উত্তরাধিকার সূত্রে
উত্তর: গ) কঠোর পরিশ্রম ও সুব্যবস্থার মাধ্যমে

৫। ইলিয়াসের সম্পত্তি সর্বাধিক হলে তার কতগুলো গোরু-মোষ ছিল?
ক) ১০০
খ) ১৫০
গ) ২০০
ঘ) ৫০০
উত্তর: খ) ১৫০

৬। ইলিয়াসের বড়ো ছেলের কী হয়েছিল?
ক) তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়
খ) সে এক মারামারিতে মারা যায়
গ) সে ব্যবসা করতে যায়
ঘ) সে চুরি করে পালিয়ে যায়
উত্তর: খ) সে এক মারামারিতে মারা যায়

৭। ইলিয়াসের ছোটো ছেলের বিয়ে কী সমস্যা সৃষ্টি করেছিল?
ক) তার স্ত্রী বাড়িতে ঝগড়া করত
খ) সে বাপের কথা অমান্য করত
গ) দুটোই
ঘ) কোনো সমস্যা হয়নি
উত্তর: গ) দুটোই

৮। ইলিয়াসের সম্পত্তি কীভাবে ক্ষয় হতে থাকে?
ক) মড়ক লেগে
খ) দুর্ভিক্ষে
গ) চুরিতে
ঘ) উপরোক্ত সবই
উত্তর: ঘ) উপরোক্ত সবই

৯। ইলিয়াস বৃদ্ধ বয়সে কোথায় আশ্রয় নেয়?
ক) নিজের বাড়িতে
খ) প্রতিবেশী মহম্মদ শার বাড়িতে
গ) ছেলের বাড়িতে
ঘ) কোনো আশ্রমে
উত্তর: খ) প্রতিবেশী মহম্মদ শার বাড়িতে

১০। মহম্মদ শা ইলিয়াসের জন্য কী করেছিল?
ক) তাকে খাবার ও বাসস্থান দেয়
খ) তাকে চাকরি দেয়
গ) তার সম্পত্তি ফিরিয়ে দেয়
ঘ) তাকে উপহার দেয়
উত্তর: ক) তাকে খাবার ও বাসস্থান দেয়

১১। ইলিয়াস ও তার স্ত্রীর বৃদ্ধ বয়সে কাজ কী ছিল?
ক) মাঠে ফসল ফলানো
খ) গোরু-ঘোড়ার যত্ন নেওয়া
গ) অতিথি আপ্যায়ন করা
ঘ) তাঁবু তৈরি করা
উত্তর: খ) গোরু-ঘোড়ার যত্ন নেওয়া

১২। ইলিয়াসের অতিথি-বৎসলতার জন্য তাকে কে স্মরণ করেছিল?
ক) তার ছেলে
খ) তার প্রতিবেশী মহম্মদ শা
গ) গ্রামের প্রধান
ঘ) এক মোল্লা
উত্তর: খ) তার প্রতিবেশী মহম্মদ শা

১৩। ইলিয়াসের বৃদ্ধ বয়সে তার সম্বল ছিল-
ক) জমি
খ) ঘর
গ) একটি লোমের কোট, টুপি ও বুট
ঘ) কিছু গোরু
উত্তর: গ) একটি লোমের কোট, টুপি ও বুট

১৪। ইলিয়াসের স্ত্রী শাম-শেমাগি বৃদ্ধ বয়সে কী কাজ করতেন?
ক) ফসল কাটা
খ) ঘোটকীদের দুধ দোয়া ও কুমিস তৈরি
গ) রান্নার কাজ
ঘ) তাঁত বোনা
উত্তর: খ) ঘোটকীদের দুধ দোয়া ও কুমিস তৈরি

১৫। মহম্মদ শার অতিথিদের মধ্যে একজন কী ছিলেন?
ক) কবি
খ) মোল্লা
গ) ব্যবসায়ী
ঘ) কৃষক
উত্তর: খ) মোল্লা

১৬। ইলিয়াসের অতীতের জীবনের সুখ ও বর্তমান জীবনের দুঃখ নিয়ে কে প্রশ্ন করেছিলেন?
ক) মোল্লা
খ) মহম্মদ শা
গ) এক অতিথি
ঘ) তার স্ত্রী
উত্তর: গ) এক অতিথি

১৭। ইলিয়াস বৃদ্ধ বয়সে কী বলেছিলেন?
ক) সুখ ধন-সম্পত্তিতে নিহিত
খ) সুখ সরল জীবন ও প্রার্থনায় নিহিত
গ) ধন হারানোর জন্য তাকে দুঃখ হয়
ঘ) ঈশ্বর তার প্রতি অবিচার করেছেন
উত্তর: খ) সুখ সরল জীবন ও প্রার্থনায় নিহিত

১৮। ইলিয়াসের স্ত্রী শাম-শেমাগি বৃদ্ধ বয়সের জীবনকে কী বলে বর্ণনা করেন?
ক) দুঃখময়
খ) কষ্টকর
গ) সত্যিকারের সুখের সন্ধান
ঘ) ব্যর্থতা
উত্তর: গ) সত্যিকারের সুখের সন্ধান

১৯। ইলিয়াস ধনী থাকার সময় কাটাতেন
ক) দুশ্চিন্তা ও ব্যস্ততায়
খ) আনন্দ ও উৎসবে
গ) প্রার্থনা করে
ঘ) পরিবার নিয়ে
উত্তর: ক) দুশ্চিন্তা ও ব্যস্ততায়

২০। ইলিয়াসের স্ত্রী ধনী জীবনের প্রধান সমস্যা কী বলেছিলেন?
ক) পরিবারের ঝগড়া
খ) অতিথি আপ্যায়নের চিন্তা
গ) মজুরদের কাজের ওপর নজর রাখা
ঘ) উপরোক্ত সবই
উত্তর: ঘ) উপরোক্ত সবই

২১। ইলিয়াসের বর্তমান জীবনের সুখের কারণ কী ছিল?
ক) ঈশ্বরের সেবা ও প্রার্থনা
খ) নতুন সম্পত্তি অর্জন
গ) পরিবারের সহযোগিতা
ঘ) কাজের চাপ কমে যাওয়া
উত্তর: ক) ঈশ্বরের সেবা ও প্রার্থনা

২২। ইলিয়াসের স্ত্রী কী বলেছিলেন ধনী জীবনের দুশ্চিন্তার কারণে?
ক) রাতে ঘুম হত না
খ) মন শান্ত থাকত না
গ) পাপ বাড়ত
ঘ) উপরোক্ত সবই
উত্তর: ঘ) উপরোক্ত সবই

২৩। ইলিয়াসের অভিজ্ঞতার শিক্ষা কী?
ক) সম্পদ জীবনের মূল লক্ষ্য নয়
খ) পরিশ্রমেই সুখ
গ) মানুষকে দুঃখ সহ্য করতে শিখতে হয়
ঘ) দারিদ্র্য জীবনের সত্যিকারের শিখর
উত্তর: ক) সম্পদ জীবনের মূল লক্ষ্য নয়

২৪। ইলিয়াস ও তার স্ত্রীর মন শান্ত হয়েছিল কখন?
ক) ধনী থাকার সময়
খ) সব সম্পত্তি হারানোর পর
গ) সন্তানদের বিয়ের পর
ঘ) মহম্মদ শার বাড়ি থেকে চলে আসার পর
উত্তর: খ) সব সম্পত্তি হারানোর পর

২৫। ইলিয়াস কীভাবে অতিথিদের অনুপ্রাণিত করেছিলেন?
ক) তার দুঃখময় জীবনের গল্প বলে
খ) তার সুখের অভিজ্ঞতা শেয়ার করে
গ) ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে বলে
ঘ) কাজ করার জন্য উৎসাহ দিয়ে
উত্তর: গ) ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে বলে

২৬। ইলিয়াসের জীবন কী শিক্ষা দেয়?
ক) দারিদ্র্য জীবনকে সুন্দর করে
খ) সম্পদ সুখের প্রধান কারণ
গ) সরলতা ও বিশ্বাসেই প্রকৃত সুখ
ঘ) মানুষের প্রতি দয়ালু হওয়া উচিত
উত্তর: গ) সরলতা ও বিশ্বাসেই প্রকৃত সুখ

২৭। ইলিয়াস ধনী থাকা অবস্থায় কীভাবে দিন কাটাতেন?
ক) আতিথ্য ও আনন্দে
খ) পরিবারের সুখে
গ) দুশ্চিন্তা ও ঝগড়ায়
ঘ) ঈশ্বরের প্রার্থনায়
উত্তর: গ) দুশ্চিন্তা ও ঝগড়ায়

২৮। ইলিয়াস তার স্ত্রীর কাছে সুখের সংজ্ঞা কোথায় খুঁজে পেয়েছিলেন?
ক) তাদের সরল জীবনে
খ) তাদের সম্পত্তিতে
গ) তাদের সন্তানদের মধ্যে
ঘ) তাদের অতিথিদের মধ্যে
উত্তর: ক) তাদের সরল জীবনে

২৯। ইলিয়াস ও তার স্ত্রীর জীবন পরিবর্তন কী প্রমাণ করে?
ক) সম্পত্তিই জীবনের একমাত্র আশীর্বাদ
খ) সুখ সরল জীবন ও বিশ্বাসে নিহিত
গ) ধনী হওয়া জীবনের সার্থকতা
ঘ) দারিদ্র্য অনিবার্য
উত্তর: খ) সুখ সরল জীবন ও বিশ্বাসে নিহিত

৩০। ইলিয়াস গল্পের শেষ অংশে অতিথিরা-
ক) ইলিয়াসের দুঃখ দেখে দুঃখ পেয়েছিল
খ) ইলিয়াসের কথা শুনে হাসছিল
গ) ইলিয়াসের জীবন থেকে শিক্ষা নিয়েছিল
ঘ) ইলিয়াসকে সাহায্য করতে চেয়েছিল
উত্তর: গ) ইলিয়াসের জীবন থেকে শিক্ষা নিয়েছিল

৩১লিও তলস্তয়ের জন্ম সাল কত?
ক) ১৮২০
খ) ১৮২৮
গ) ১৮৩০
ঘ) ১৮৪৫
উত্তর: খ) ১৮২৮

৩২। লিও তলস্তয়ের জন্মস্থান কোথায়?
ক) মস্কো
খ) সাইবেরিয়া
গ) ইয়াসিনা পলিয়ানা
ঘ) সেন্ট পিটার্সবার্গ
উত্তর: গ) ইয়াসিনা পলিয়ানা

৩৩। লিও তলস্তয় শৈশবে কাকে হারিয়েছিলেন?
ক) তার বড় ভাইকে
খ) তার মা-বাবাকে
গ) তার সম্পত্তি
ঘ) তার বাড়ি
উত্তর: খ) তার মা-বাবাকে

৩৪। লিও তলস্তয় কোন ভাষাগুলি শিখেছিলেন?
ক) ইংরেজি ও ফরাসি
খ) ফরাসি ও জার্মান
গ) রাশিয়ান ও স্প্যানিশ
ঘ) লাতিন ও গ্রীক
উত্তর: খ) ফরাসি ও জার্মান

৩৫। লিও তলস্তয়ের সাহিত্য জীবনের যথার্থ সূত্রপাত কবে থেকে?
ক) ১৮৫৫ সাল
খ) ১৮৬২ সাল
গ) ১৮৭০ সাল
ঘ) ১৮৮৫ সাল
উত্তর: খ) ১৮৬২ সাল

৩৬। লিও তলস্তয়ের বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত?
ক) দ্য গ্রেট গ্যাটসবি
খ) ওয়ার অ্যান্ড পীস
গ) ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি
ঘ) মবিডিক
উত্তর: খ) ওয়ার অ্যান্ড পীস

৩৭। লিও তলস্তয়ের লেখা “আনা কারেনিনা” কোন ধরনের গ্রন্থ?
ক) কাব্য
খ) উপন্যাস
গ) নাটক
ঘ) প্রবন্ধ
উত্তর: খ) উপন্যাস

৩৮। লিও তলস্তয়ের আত্মজীবনীমূলক রচনা কোনটি?
ক) রেজারেক্সন
খ) কনফেশনস্
গ) ওয়ার অ্যান্ড পীস
ঘ) আনা কারেনিনা
উত্তর: খ) কনফেশনস্

৩৯। লিও তলস্তয় কবে প্রয়াত হন?
ক) ১৯০০ খ্রিস্টাব্দে
খ) ১৯১০ খ্রিস্টাব্দে
গ) ১৯২০ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দে
উত্তর: খ) ১৯১০ খ্রিস্টাব্দে

৪০। লিও তলস্তয়ের জন্মস্থান ইয়াসিনা পলিয়ানা কোন দেশে অবস্থিত?
ক) ফ্রান্স
খ) রাশিয়া
গ) জার্মানি
ঘ) অস্ট্রিয়া
উত্তর: খ) রাশিয়া

Leave a Comment