রেইনকোট গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (MCQ)

“রেইনকোট” গল্পটি একটি অনবদ্য রচনা, যেখানে মুক্তিযুদ্ধের বাস্তবতা এবং ব্যক্তিগত চেতনার রূপান্তর গভীরভাবে উঠে এসেছে। এটি একটি প্রতীকী গল্প, যেখানে আখতারুজ্জামান ইলিয়াস অত্যন্ত সূক্ষ্মভাবে একজন সাধারণ মানুষের বিবেক-বোধের জাগরণ এবং সাহসের জন্মকে ফুটিয়ে তুলেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকের পোস্টে রেইনকোট গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (MCQ) লিখে দিলাম।

রেইনকোট গল্পের বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)

১. ‘রেইনকোট’ গল্পটি প্রকাশিত হয়—
ক) ১৯৯২ সালে
খ) ১৯৯৩ সালে
গ) ১৯৯৪ সালে
ঘ) ১৯৯৫ সালে
উত্তরঃ ঘ) ১৯৯৫ সালে

২. ‘রেইনকোট’ গল্প কোন দৃষ্টিকোণ থেকে বর্ণিত হয়েছে?
ক) চরিত্রের দৃষ্টিকোণ
খ) স্বার্থলোভীর দৃষ্টিকোণ
গ) ইসহাকের দৃষ্টিকোণ
ঘ) সর্বজ্ঞ দৃষ্টিকোণ
উত্তরঃ ক)চরিত্রের দৃষ্টিকোণ

৩. ‘রেইনকোট’ গল্পে রেডিও টেলিভিশনে হরদম কী বলছিল?
ক) সিচুয়েশন হট
খ) সিচুয়েশন নর্মাল
গ) মুক্তি নিশ্চিত
ঘ) দেশ স্বাধীন
উত্তরঃ খ) সিচুয়েশন নর্মাল

৪. ‘রেইনকোট’ গল্পে মিলিটারি প্রাদুভার্বের পর থেকে কলেজের সবাই কাকে দেখে তটস্থ?
ক) কর্নেলকে
খ) ইসহাককে
গ) প্রিন্সিপালকে
ঘ) ইকবালকে
উত্তরঃ খ) ইসহাককে

৫. মিলিটারির ভয়েবাবদ আবিদ বাইরে বের হয় না, করে- আবিদের সঙ্গে কার মিল রয়েছে?
ক) আফাজ আহমদ
খ) প্রিন্সিপালকে
গ) ইকবালকে
ঘ) নুরুল হুদা
উত্তরঃ ঘ) নুরুল হুদা

৬. ‘ড্রেসিং টেবিলের সামনেদাঁড়িয়ে নিজের নতুন রূপে সেও প্রিন্সিপালকে’- উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে?
ক) পিওন
খ) নুরুল হুদা
গ) রাজশাহী কলেজ
ঘ) তেজগাঁও কলেজ
উত্তরঃ খ) নুরুল হুদা

৭. ‘রেইনকোট’ গল্পে নুরুল হুদা কোন কলেজের প্রভাষক?
ক) নটরডেম কলেজ
খ) ঢাকা কলেজ
গ) রাজশাহী কলেজ
ঘ) তেজগাঁও কলেজ
উত্তরঃ ক) ঢাকা কলেজ

৮. বাস থামার সঙ্গে সঙ্গে তিনটি ক্রিমিনাল নেমে পড়ে কেন?
ক) ভয়ে
খ) কাজের প্রয়োজনে
গ) কন্ডাক্টরের জন্য
ঘ) লোকজনের জন্য
উত্তরঃ ক) ভয়ে

৯. মুক্তিযুদ্ধে মিলিটারিদের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক) পৈশাচিক আচরণ
খ) নৃশংসতা
গ) কল্পনা
ঘ) সাহস
উত্তরঃ ক) পৈশাচিক আচরণ

১০. ‘রেইনকোট’ গল্পে রেইনকোটটির প্রকৃত মালিকের নাম কী?
ক) মিন্টু
খ) নুরুল হুদা
গ) ইসহাক মিয়া
ঘ) আকবর সাজিদ
উত্তরঃ ক) মিন্টু

১১. মিলিটারির তৎপরতায় অভিভূত কে?
ক) আকবর সাজিদ
খ) ইকবাল
গ) ড আফাজ
ঘ) আব্দুল সাত্তার
উত্তরঃ গ) ড আফাজ

১২. ইসহাক মিয়া নাশতার আমন্ত্রণ কেন গ্রহণ করেন?
ক) তাড়া আছে বলে
খ) মুক্তিবাহিনীর ভয়ে
গ) যুদ্ধবিরোধী কার্যক্রম
ঘ) রাষ্ট্রবিরোধী কার্যক্রম
উত্তরঃ ক) তাড়া আছে বলে

১৩. সাবভার্সিভ অ্যাকটিভিটিজ বলতে কী বোঝায়?
ক) যুদ্ধবিরোধী কার্যক্রম
খ) রাষ্ট্রবিরোধী কার্যক্রম
গ) মানবতাবিরোধী কার্যক্রম
ঘ) গণতন্ত্রবিরোধী কার্যক্রম
উত্তরঃ খ) রাষ্ট্রবিরোধী কার্যক্রম

১৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ সময় কোন ঋতু ছিল?
ক) শরৎ
খ) গ্রীষ্ম
গ) বর্ষা
ঘ) হেমন্ত
উত্তরঃ ঘ) হেমন্ত

১৫. ‘রেইনকোট’ গল্পে প্রিন্সিপালের নাম কী?
ক) ড. আফাজ আহমদ
খ) ড. আফজালুর রহমান
গ) ড আকবর
ঘ) ড আফজাল
উত্তরঃ ক) ড. আফাজ আহমদ

১৬. ‘রেইনকোট’ গল্পের প্রিন্সিপালকে কোন গালিটি দেয়া যায়?
ক) তুই অশিক্ষিত
খ) তুই মর
গ) অন্তর্নিহিত
ঘ) প্রতীকী
উত্তরঃ ঘ) প্রতীকী

১৭. ‘রেইনকোট’ গল্পে রেইনকোট কীরূপ তাৎপর্য বহন করে?
ক) প্রতীকী

খ) অন্তর্নিহিত
গ) বাস্তব
ঘ) বিশেষ
উত্তরঃ গ) বাস্তব

১৮. আখতারুজ্জামান ইলিয়াস রচিত ‘রেইনকোট’ গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত?
ক) ঊনসত্তরের গণঅভ্যুত্থান
খ) ভাষা আন্দোলন
গ) একাত্তরের মুক্তিযুদ্ধ
ঘ) সিপাহি বিদ্রোহ
উত্তরঃ গ) একাত্তরের মুক্তিযুদ্ধ

১৯. ‘রেইনকোট’ গল্প অনুযায়ী শনিবারে শুরু হওয়া বৃষ্টির স্থায়িত্বকাল কত?
ক) এক
খ) তিন
গ) পাঁচ
ঘ) সাত
উত্তরঃ গ) সাত

২০. ‘রেইনকোট’ গল্পের উৎস কী?
ক) জাল স্বপ্ন স্বপ্নের জাল
খ) অন্যঘরে অন্যস্বর
গ) খোয়াবনামা
ঘ) দোজখের ওম
উত্তরঃ ক) জাল স্বপ্ন স্বপ্নের জাল

২১. ‘রেইনকেট’ গল্পটি রচিত কোন সময়ের ঘটনা নিয়ে?
ক) মুক্তিযুদ্ধের প্রথম পর্যায়
খ) মুক্তিযুদ্ধের মাঝামাঝি পর্যায়
গ) মুক্তিযুদ্ধের শেষ পর্যায়
ঘ) সমগ্র যুদ্ধকালীন সময়
উত্তরঃ গ) মুক্তিযুদ্ধের শেষ পর্যায়

২২. ‘রেইনকোট’ গল্পের মূল বিষয়বস্তু কী?
ক) পাক হানাদার বাহিনীর নৃশংসতা
খ) মুক্তিযোদ্ধাদের অদম্য শক্তি সাহস
গ) মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর আস্থা
ঘ) যুদ্ধকালীন অবরুদ্ধ মানুষের উৎকণ্ঠা
উত্তরঃ খ) মুক্তিযোদ্ধাদের অদম্য শক্তি সাহস

২৩. ‘রেইনকোট’ গল্পে মিসক্রিয়ান্ট শব্দটি দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে?
ক) রাজাকারদের
খ) পাকবাহিনীকে

গ) দালালদের
ঘ) মুক্তিবাহিনীকে
উত্তরঃ ঘ) মুক্তিবাহিনীকে

২৪. ‘রেইনকোট’ গল্পে কোন শব্দের বহুল ব্যবহার লক্ষণীয়?
ক) আরবি
খ) উর্দু
গ) ফারসি
ঘ) ইংরেজি
উত্তরঃ খ) উর্দু

২৫. ‘রেইনকোট’ গল্পে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়ে উঠেছিল কেন?
ক) খুশিতে
খ) ভয়ে
গ) উত্তেজনায় ও দুশ্চিন্তায়
ঘ) উদ্বেগে
উত্তরঃ খ) ভয়ে

২৬. ‘রেইনকোট’ গল্পে মিলিটারিদের শহিদ মিনার হটানোর পরামর্শের মধ্য দিয়ে প্রিন্সিপালের কোন চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ক) সচেতনতা
খ) তোষামোদী
গ) প্রতিবাদী
ঘ) চতুরতা
উত্তরঃ খ) তোষামোদী

২৭. ‘রেইনকোট’ গল্পে পাকিস্তানের শরীরের কাঁটা বলা হয়েছে কাকে?
ক) মুক্তিবাহিনীকে
খ) শহিদ মিনারকে
গ) প্ল্যাকার্ডকে
ঘ) পাকবাহিনীকে
উত্তরঃ খ) শহিদ মিনারকে

২৮. দরজা খুলতেই কে প্রবেশ করল?
ক) মিলিটারি
খ) প্রিন্সিপাল
গ) নুরুল হুদা
ঘ) পিয়ন
উত্তরঃ ঘ) পিয়ন

২৯. ‘রেইনকোট’ গল্পে গেরিলা দেখে সবাই তটস্থ হয় কেন?
ক) রাজাকার বলে
খ) মিলিটারি ডেকেছে তাই ভয়ে
গ) প্রিন্সিপাল সাহেব ডেকেছেন বলে
ঘ) কোন নতুন খবর দেবে বলে
উত্তরঃ গ) প্রিন্সিপাল সাহেব ডেকেছেন বলে

৩০. ‘রেইনকোট’ গল্পে কার ঠাট্টা ও প্রশংসা বোঝা কত শক্ত?
ক) আকবর সাজিদ
খ) ড. আফাজ
গ) কর্নেল সাহেব
ঘ) নুরুল হুদা
উত্তরঃ খ) ড. আফাজ

৩১. ‘রেইনকোট’ গল্পের প্রিন্সিপালের মুখের রং পরিবর্তিত হয়ে উঠল কেন?
ক) খুশিতে
খ) ভয়ে
গ) উত্তেজনায়
ঘ) দুশ্চিন্তায়
উত্তরঃ খ) ভয়ে

৩২. ‘রেইনকোট’ গল্পে মিন্টু মগবাজারের দুই কামরার ফ্ল্যাট থেকে কত তারিখে চলে যায়?
ক) ২৩এ জুন
খ) ২৪এ জুন
গ) ২৫এ জুন
ঘ) ২৬এ জুন
উত্তরঃ ক) ২৩এ জুন

৩৩. ‘রেইনকোট’ বর্তমানে বাংলাদেশের—
ক) প্রতিবিম্ব
খ) চেতনা
গ) প্রতিচ্ছবি
ঘ) রক্ষণশীলতা
উত্তরঃ খ) চেতনা

৩৪. ‘রেইনকোট’ গল্পে গেরিলা আক্রমণে কী ধ্বংস হয়?
ক) প্রিন্সিপালের কোয়ার্টার
খ) টেনিস লন
গ) কলেজের জিমন্যাশিয়াম
ঘ) বৈদ্যুতিক ট্রান্সফর্মার
উত্তরঃ ঘ) বৈদ্যুতিক ট্রান্সফর্মার

৩৫. ‘রেইনকোট’ গল্পে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর কে?
ক) কর্নেল
খ) প্রেসিডেন্ট
গ) মুক্তিবাহিনী
ঘ) মিলিটারি
উত্তরঃ খ) প্রেসিডেন্ট

৩৬. রাতে দুই-চারবার গুলির আওয়াজ না শুনলে ঘুম হয় না কার?

ক) কর্নেল
খ) হুদাকে
গ) আসমার
ঘ) মিলিটারি
উত্তরঃ গ) আসমার

৩৭. ‘রেইনকোট’ গল্পে “উও আপ হি কহ সাকতা’- উক্তিটি কে করেছিল?
ক) মিলিটারি ইসহাক
খ) কর্নেল
গ) আকবর
ঘ) ইসহাক
উত্তরঃ খ) কর্নেল

৩৮. ‘রেইনকোট’ গল্পে পাকিস্তানের জন্য দিনরাত কে দোয়া দরুদ পড়ে?
ক) ইসহাক
খ) প্রিন্সিপাল
গ) আসমা
ঘ) মিন্টু
উত্তরঃ খ) প্রিন্সিপাল

৩৯. মিসক্রিয়াণ্ট অর্থ কী?

ক) দুষ্কৃতকারী
খ) হেয়
গ) সঠিক
ঘ) উচ্চ
উত্তরঃ ক) হেয়

৪০. মিলিটারিরা নুরুল হুদাকে ধরে নিয়ে গিয়ে প্রথমে কী বিষয়ে প্রশ্ন করে?
ক) বাড়ির বিষয়ে
খ) কলিগদের বিষয়ে
গ) কলেজের কেনা আলমারির বিষয়ে
ঘ) মিন্টুর পেশার বিষয়ে
উত্তরঃ গ) কলেজের কেনা আলমারির বিষয়ে

৪১. ‘আসমার যদি এতই সাহস তো সেও ভাইয়ের সাথে কোমর বাঁধল না কেন?’— এখানে ‘কোমর বাঁধা’ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক) শাড়ি আঁটসাঁট করে পরা
খ) যুদ্ধে ঝাঁপিয়ে পড়া
গ) শাড়ি ঢিলেঢালা করে পরা
ঘ) কোমর শক্ত করে বাঁধা
উত্তরঃ খ) যুদ্ধে ঝাঁপিয়ে পড়া

৪২. ‘রেইনকোট’ গল্পে নুরুল হুদা কুলিদের কাছাকাছি গিয়েছিল কেন?
ক) অধ্যক্ষ কর্তৃক তার উপর দায়িত্ব পড়েছিল বলে
খ) গেরিলা বাহিনীর সঙ্গে তার গোপন আঁতাত ছিল বলে
গ) গেরিলাদের কাছে রেকির সংবাদ পরিবেশন করবে বলে
ঘ) স্বপ্রণোদিত হয়েই তাদের কাছে গিয়েছিল
উত্তরঃ ক) অধ্যক্ষ কর্তৃক তার উপর দায়িত্ব পড়েছিল বলে

৪৩. আসমার ছেলের বয়স কত বছর?
ক) ৫
খ) ৬
গ) ১২
ঘ) ৩
উত্তরঃ ক ) ৫

৪৪. ‘রেইনকোট’ গল্পে মসজিদের মাইক্রোফোন অকেজো ছিল কেন?
ক) কর্নেলের হুকুমে
খ) গুলি লেগেছিল
গ) নষ্ট হওয়ায়
ঘ) বিদ্যুৎ না থাকায়
উত্তরঃ ঘ) বিদ্যুৎ না থাকায়

৪৫. ‘পিওন তাকে মিসক্রিয়ান্টদের লোক ভাবে নাকি?’ এ বাক্যে ‘মিসক্রিয়ান্ট’ বলতে কাদের বোঝানো হয়েছে?
ক) মিলিটারিদের
খ) মুক্তিযোদ্ধাদের
গ) রাজাকারদের
ঘ) পাক বাহিনীদের
উত্তরঃ খ) মুক্তিযোদ্ধাদের

৪৬. ‘কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়ান্ট’ কে বলেছিল?
ক) উৎসাহিত মিলিটারী
খ) প্রিন্সিপাল নুরুল হুদা
গ) আবদুস সাত্তার মৃধা
ঘ) মিন্টু
উত্তরঃ ক) উৎসাহিত মিলিটারী

৪৭. ‘রেইনকোট’ গল্পের প্রিন্সিপালের ক্ষেত্রে নিচের কোন শব্দটি প্রযোজ্য?
ক) দেশপ্রেমিক
খ) অহংকারী
গ) সমাজসচেতন
ঘ) সুবিধাবাদী
উত্তরঃ ঘ) সুবিধাবাদী

৪৮. ‘পিওনকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে।’— ‘রেইনকোট’ গল্পে নুরুল হুদার এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
ক) পিওনের প্রতি কৃতজ্ঞতা
খ) পিওনের প্রতি ভালোবাসা
গ) সংশয় কেটে যাওয়ার আনন্দ
ঘ) বিপদ কেটে যাওয়ার আনন্দ
উত্তরঃ গ) সংশয় কেটে যাওয়ার আনন্দ

৪৯. ইলেকট্রিক ট্যান্সফর্মারটি কিসের দেয়াল ঘেঁষে ছিল?
ক) কলেজের সামনের
খ) বাড়ির সামনের
গ) কলেজের পেছনের
ঘ) বাড়ির পিছনের
উত্তরঃ ক) কলেজের সামনের

৫০. ‘রেইনকোট’ গল্পে সেনাবাহিনীর তৎপরতা নিয়ে ঠাট্টামশকরা, কে করে?
ক) আলী কবির
খ) আব্দুস সাত্তার
গ) প্রিন্সিপাল
ঘ) আকবর
উত্তরঃ গ) প্রিন্সিপাল

৫১. ‘রেইনকোট’ গল্পে টুপিতে কোন তেজ আছে বলে ইঙ্গিত করা হয়েছে?
ক) মুক্তিযোদ্ধার তেজ
খ) অন্যায়ের তেল
গ) মিলিটারির তেজ
ঘ) সন্ত্রাসীর তেজ
উত্তরঃ ক) মুক্তিযোদ্ধার তেজ

৫২. “তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও।” কাকে উদ্দেশ্য করে আসমা উক্তিটি করে?

ক) কর্নেল
খ) হুদাকে
গ) মুক্তিবাহিনী
ঘ) মিলিটারি
উত্তরঃ খ) হুদাকে

৫৩. ‘রেইনকোট’ গল্পে ‘মিন্টু’ কে?
ক) নুরুল হুদার ভাই
খ) আসমার ভাই
গ) কলেজশিক্ষক
ঘ) পিয়ন
উত্তরঃ খ) আসমার ভাই

৫৪. ‘রেইনকোট’ গল্পে উল্লিখিত ‘বর্ষাকালেই তো জুৎ’ কথাটিতে কী প্রকাশ পেয়েছে?
ক) বর্ষার প্রতি অনুরাগ
খ) কার্য উদ্ধারের অনুকূল পরিবেশ
গ) নদীতে জলবৃদ্ধি
ঘ) বর্ষার বিপজ্জনক পরিস্থিতি
উত্তরঃ খ) কার্য উদ্ধারের অনুকূল পরিবেশ

৫৫. ‘রেইনকোট’ গল্পে ছোট মামা কে?
ক) ইসহাক
খ) মিন্টু
গ) ইকরাম
ঘ) আরমান
উত্তরঃ খ) মিন্টু

৫৬. রেইনকোটটা খুলে ফেললেও নুরুল হুদার শরীরে কী অনুভূত হয়?
ক) শীতলতা
খ) ভেজা গন্ধ
গ) পুরনো গন্ধ
ঘ) ওম
উত্তরঃ ঘ) ওম

Leave a Comment