মানিক বন্দ্যোপাধ্যায়ের “মাসি-পিসি” গল্পে নিপীড়ন, অসহায়ত্ব এবং সাহসী প্রতিরোধের একটি মর্মস্পর্শী চিত্র উঠে আসে। আহ্লাদির জীবন যেন একটি সংকটময় পরিস্থিতির প্রতীক, যেখানে পিতৃমাতৃহীন এক তরুণী বেঁচে থাকার লড়াই করছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকের পোস্টে মাসি পিসি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর (MCQ) লিখে দিলাম।
মাসি পিসি গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর (MCQ)
১. ‘ওসব এক রকম ছেড়ে দিয়েছে জগু’– ‘ওসব’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) মারামারি ও গালগালি
খ) নেশা করা
গ) মামলা করা
ঘ) সংসারী হওয়া
উত্তর: খ) নেশা করা
২. ‘মাসি-পিসি’ গল্পের একটি অন্যতম দিক কী?
ক) সমাজ পোষণ
খ) নারীর ব্যক্তিত্ব
গ) নারী নির্যাতন
ঘ) স্বাধীনচেতা মানুষ
উত্তর: গ) নারী নির্যাতন
৩. ‘টিকটিকি’ কী জাতীয় গ্রন্থ?
ক) ছোটগল্প
খ) প্রবন্ধ
গ) উপন্যাস
ঘ) নাটক
উত্তর: ক) ছোটগল্প
৪. বিধবা ইন্দির ঠাকরুন দূরসম্পর্কের ভাইয়ের আশ্রয়ে কোনোমতে দিন কাটায়। ইন্দির ঠাকরুনের সাথে কার মিল রয়েছে?
ক) আহাদি
খ) মাসি-পিসি
গ) লোইসেল বুড়ি
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: খ) মাসি-পিসি
৫. মাসি-পিসির মধ্যে সম্পর্কের দূরত্ব ঘুচে যায়—
ক) ব্যবসায় নেমে
খ) দুর্ভিক্ষে পতিত হয়ে
গ) স্বাভাবিক যোগাযোগে
ঘ) একে অপরের প্রতি ভালোবাসা তৈরি হওয়ায়
উত্তর: ক)ব্যবসায় নেমে
৬. ‘ব্যঞ্জন’ শব্দের অর্থ কী?
ক) রান্না করা ভাত
খ) রান্না করা মাছ
গ) রান্না করা তরকারি
ঘ) রান্না করা ডাল
উত্তর: গ) রান্না করা তরকারি
৭. আহ্লাদি অস্ফুট আর্তনাদের মতো ভয়ে—
ক) দুশ্চিন্তায়
খ) হতাশায়
গ) ভয়ে
ঘ) আনন্দে
উত্তর: গ) ভয়ে
৮. আহ্লাদির স্বামীর নাম কী?
ক) জগু
খ) ব্যবসায় নেমে
গ) দুজনে বিধবা হয়েছে
ঘ) রহমান
উত্তর: ক) জগু
৯. ‘মাসি-পিসি’ গল্পে ‘আঁটসাঁট থমথমে গড়ন, গোলগাল মুখ’– কার?
ক) মাসির
খ) আহ্লাদির
গ) অভিমান করে
ঘ) পিসির
উত্তর: খ) আহ্লাদির
১০. আহ্লাদির বাবা মাসি-পিসির খাওয়া ছাঁটাই করেছিল কেন?
ক) অভাবের তাড়নায়
খ) শত্রুতাবশত
গ) নির্দয়তার কারণে
ঘ) লজ্জায়
উত্তর: ক) অভাবের তাড়নায়
১১. ১৯৫২ বঙ্গাব্দের কোন সংখ্যায় ‘মাসি-পিসি’ গল্পটি প্রথমপ্রকাশিত হয়?
ক) শ্রাবণ
খ) ভদ্র
গ) চৈত্র
ঘ) ফাল্গুন
উত্তর: গ) চৈত্র
১২. আহ্লাদির দিকে কে ছলছল চোখে তাকায়।
ক) কৈলেশ
খ) রহমান
গ) ফাল্গুন
ঘ) মাসি
উত্তর: খ) রহমান
১৩. ডিঙ্গিতে ক’জন করে লোক ছিল?
ক) দু-তিনজন করে
খ) তিন-চারজন করে
গ) পাঁচ-ছয়জন করে
ঘ) এক এক করে
উত্তর: ক) দু-তিনজন করে
১৪. ‘প্রাগৈতিহাসিক’ কী ধরনের রচনা?
ক) গল্প
খ) আজ পরশুর গল্প
গ) গল্পনভেলেট
ঘ) ঐতিহাসিক
উত্তর: ক) গল্প
১৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম কী?
ক) উপন্যাস
খ) নীরদা সুন্দরী
গ) নিরদা সুন্দরী
ঘ) কুসুম সুন্দরী
উত্তর: খ) নীরদা সুন্দরী
১৬. ‘মাসি-পিসি’ গল্পে ‘কাটারি’ অর্থ কী?
ক) কাটবার অস্ত্র
খ) কাঁটা দেয়া
গ) পুরনো চুরির দাগ
ঘ) ছুরি ব্যবহার
উত্তর: ক) কাটবার অস্ত্র
১৭. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোটগল্পের সংখ্যা কত?
ক) প্রায় আড়াইশো
খ) প্রায় সাড়ে তিনশো
গ) প্রায় তিনশো
ঘ) প্রায় চারশো
উত্তর: গ) প্রায় তিনশো
১৮. ‘প্রাগৈতিহাসিক’ গল্পটি কার রচিত?
ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ) মুহাম্মদ জাফর ইকবাল
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) শীর্ষেন্দু মুখোপাধ্যায়
উত্তর: ক)মানিক বন্দ্যোপাধ্যায়
১৯. সালতি অর্থ কী?
ক) আম কাঠের সরু ডোঙ্গা বা নৌকা
খ) তাল কাঠের সরু নৌকা বা ডোঙ্গা
গ) শাল গাছের গুঁড়ি
ঘ) কলা গাছের ভেলা
উত্তর: খ) তাল কাঠের সরু নৌকা বা ডোঙ্গা
২০. ‘তুইও যাবি, সোয়মির ঘর করবি।’- উক্তিটি কার?
ক) মাসির
খ) পিসির
গ) জগুর
ঘ) গোকুলের
উত্তর: খ) পিসির
২১. কে কাদায় লগি গুঁজে দেয়?
ক) মাসি
খ) পিসি
গ) আহ্লাদি
ঘ) গোকুল
উত্তর: ক) মাসি
২২. ‘মাসি-পিসি’ জীবনের তাগিদে কিসের ব্যবসা শুরু করেন?
ক) কাপড়ের
খ) শাকসবজির
গ) হাঁস-মুরগির
ঘ) খড়ের
উত্তর: খ) শাকসবজির
২৩. বাপ-মা বেঁচে থাকলে আহ্লাদিকে কোথায় যেতে হতো বলেলেখক সন্দেহ করেছেন?
ক) বাপের বাড়ি
খ) শ্বশুরবাড়ি
গ) মাসির বাড়ি
ঘ) গোকুলের বাড়ি
উত্তর: খ) শ্বশুরবাড়ি
২৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?
ক) প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়
খ) সুবোধ কুমার বন্দ্যোপাধ্যায়
গ) সুরেশ কুমার বন্দ্যোপাধ্যায়
ঘ) প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়
উত্তর: ক) প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়
২৫. ‘নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে’- কার?
ক) মাসির
খ) জগুর
গ) আহ্লাদির
ঘ) পিসির
উত্তর: গ) আহ্লাদির
২৬. “সজাগ রইতে হবে রাতটা।” কে বলেছিল?
ক) পিসি
খ) মাসি
গ) কানাই
ঘ) কানুর মা
উত্তর: খ) মাসি
২৭. নেশাখোর রামসেনের স্ত্রী মালা স্বামীর অত্যাচারের ভয়ে বাবার বাড়িতে থাকে। রামসেন তোমার পঠিত কোন চরিত্রের আংশিক প্রতিনিধিত্ব করে?
ক) জগু
খ) গোপাল
গ) জগুর
ঘ) মাসি
উত্তর: ক) জগু
২৮. ‘মাসি-পিসি’ সালতি নিয়ে কখন বাড়ি ফিরছিল?
ক) দুপুর বেলায়
খ) শেষ বেলায়
গ) বিকেল বেলায়
ঘ) সন্ধ্যে বেলায়
উত্তর: খ) শেষ বেলায়
২৯. “… রাখো রাখো। খপর আছে শুনে যাও”- উক্তিটি কার?
ক) বৃদ্ধ লোকটির
খ) জগুর
গ) কানাইয়ের
ঘ) কৈলেশের
উত্তর: ঘ) কৈলেশের
৩০. “যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি” বাক্যটিতে মাসি-পিসির চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে?
ক) প্রতিশোধপরায়ণতা
খ) মাসি-পিসির নির্ভীকতা
গ) মাসি-পিসির প্রতিবাদী রূপ
ঘ) মাসি-পিসির রুদ্ধ মূর্তি রূপ
উত্তর: গ) মাসি-পিসির প্রতিবাদী রূপ
৩১. “এতবড় সোমত্ত মেয়া”- আহ্লাদিকে নির্দেশ করে এ কথা কেবলেছে?
ক) মাসি
খ) কৈলেশ
গ) পিসি
ঘ) দারোগা বাবু
উত্তর: খ) কৈলেশ
৩২. ‘খপর আছে শুনে যাও’- সাদৃশ্য আছে?
ক) বিপদ আছে শুনে যাও
খ) দুঃসংবাদ আছে শুনে যাও
গ) সুখসংবাদ আছে শুনে যাও
ঘ) সংবাদ আছে শুনে যাও
উত্তর: ঘ) সংবাদ আছে শুনে যাও
৩৩. নিচের কোন রচনাটি মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের অন্তর্ভুক্ত?
ক) প্রাগৈতিহাসিক
খ) দিবানিশি
গ) রাতের পর রাত
ঘ) কাব্য
উত্তর: ক) প্রাগৈতিহাসিক
৩৪. মাসি-পিসি উপোস থাকে কখন?
ক) দুর্গাপূজায়
খ) শুক্লপক্ষের একাদশীতে
গ) জোতদারের অত্যাচারে
ঘ) লক্ষ্মীপূজায়
উত্তর: ঘ) লক্ষ্মীপূজায়
৩৫. ‘গলুই’ নৌকার কোথায় থাকে?
ক) সামনে বা পিছনে
খ) তলায় বা সামনে
গ) মাঝে বা পিছনে
ঘ) মাঝে বা ধারে
উত্তর: ক) সামনে বা পিছনে
৩৬. “এদের একমাত্র দেবতা অহংকার।” কয় ধরনের অহংকারের কথা বলা হয়েছে?
ক) ৮
খ) ৫
গ) ৩
ঘ) ৭
উত্তর: গ) ৩
৩৭. কার শ্বাশুড়ি ননদের আচরণ ছিল বাঘের মতো?
ক) মাসির
খ) আহ্লাদির
গ) রহমানের মেয়ের
ঘ) গোকুলের
উত্তর: ক) মাসির
৩৮. ‘জগু আর সেই জগু নেই।’- এখানে কী বোঝানো হয়েছে?
ক) জগুর চরিত্রের পরিবর্তন হয়েছে
খ) জগুর আর লোভ নেই
গ) জগুর শিক্ষার উন্নয়ন ঘটেছে
ঘ) জগুর এখন অনেক অর্থ
উত্তর: ক) জগুর চরিত্রের পরিবর্তন হয়েছে
৩৯. ‘মাসি-পিসি’ গল্পের বৈচিত্র্যময় দিক কোনটি?
ক) অত্যাচারের কাহিনি
খ) কথ্য ভাষার প্রয়োগ
গ) নারীর ব্যবসা পরিচালনা
ঘ) নারীর শাসন
উত্তর: গ) নারীর ব্যবসা পরিচালনা
৪০. ‘মাসি-পিসি’ গল্পে কোন সমাজব্যবস্থার প্রাধান্য লক্ষণীয়?
ক) অত্যাচারের কাহিনি
খ) নারীর ব্যবসা পরিচালনা
গ) নারীর শাসন
ঘ) পুরুষতান্ত্রিক
উত্তর: ঘ) পুরুষতান্ত্রিক
৪১. ‘মাসি-পিসি’ গল্পে শকুন কিসের প্রতীকী অর্থ বহন করে?
ক)মন্বন্তর
খ) মৃত্যুর
গ) জীবনের
ঘ) আশঙ্কা
উত্তর: ক) মন্বন্তর
৪২. মাসি-পিসি সম্পর্কে নিচের কোন বাক্যটি প্রযোজ্য?
ক) দুজনেই স্বামী পরিত্যক্তা
খ) একে অপরের শত্রু
গ) একে অপরকে শ্রদ্ধা করে
ঘ) একে অপরের বন্ধু
উত্তর: ক) দুজনেই স্বামী পরিত্যক্তা
৪৩. মাসি-পিসি কাঁথা ও কম্বল চুবিয়ে রাখে— এই দৃশ্যটি কোন বাক্যের সঙ্গে মেলে?
ক) চোর পালালে বৃদ্ধি বাড়ে
খ) ন্যাড়া বেল তলায় একবার যায়
গ) চিকিৎসার চেয়ে সত্যকর্তা উত্তম
ঘ) আগে ঘর পরে পর
উত্তর: গ)চিকিৎসার চেয়ে সত্যকর্তা উত্তম
৪৪. পাশুটে মানে কী?
ক) ফ্যাকাশে
খ) ফাংসুটে
গ) বুনো গাছ
ঘ) ছিঁড়ে যাওয়া
উত্তর: ক) ফ্যাকাশে
৪৫. কৈলেশ আহ্লাদিকে শুনিয়ে শুনিয়ে কথা বলার কারণ কী?
ক) যাতে আহ্লাদি মাসি-পিসিকে সতর্ক করিয়ে দেয়
খ) যাতে জগুকে আগের মতো সম্মান করে
গ) যাতে ভয় পেয়ে জগুর কাছে ফিরে যায়
ঘ) যাতে আহ্লাদি কান্নাকাটি শুরু করে দেয়
উত্তর: গ) যাতে ভয় পেয়ে জগুর কাছে ফিরে যায়
৪৬. ‘হাজার বছর ধরে’ উপন্যাসের আবুল বৌ পিটিয়ে পৈশাচিক আনন্দ পায়’— উদ্দীপকের আবুলের সাথে ‘মাসি-পিসি’ গল্পের কার মিল রয়েছে?
ক) কৈলেশের
খ) জগুর
গ) দারোগাবাবুর
ঘ) কানাইয়ের
উত্তর: খ) জগুর
৪৭. ‘বয়সে সে ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা।’ — কথাটির কার সম্পর্কে প্রযোজ্য?
ক) আহাদি
খ) বৃদ্ধের মেয়ে
গ) পদী মাসির ননদ
ঘ) জগুর স্ত্রী
উত্তর: খ)বৃদ্ধের মেয়ে
৪৮. ‘চার মাসে পড়লি, আর কটা দিন বা.’— উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক) স্বামীর কাছে যাওয়ার অপেক্ষা
খ) আহ্লাদি চার মাসের গর্ভবতী
গ) মাসি-পিসির কাছে থাকার দিনগুলি
ঘ) চার মাসে স্বামী আসেনি
উত্তর: খ) আহ্লাদি চার মাসের গর্ভবতী
৪৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি?
ক) অতসীমামী
খ) আজ কাল পরশুর গল্প
গ) গম্ভীর কাহিনী
ঘ) পলাতক
উত্তর: ক) অতসীমামী
৫০. “মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি।” মাসি-পিসি গল্পে উপর্যুক্ত বাক্যে কোন সময়ের উল্লেখ করা হয়েছে?
ক) দুর্ভিক্ষের মর্মস্পর্শিতার
খ) মানবিক জীবনযুদ্ধের
গ) শ্রমের পরিশ্রম
ঘ) দুঃশাসনের চিত্র
উত্তর: ক) দুর্ভিক্ষের মর্মস্পর্শিতার