বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার বহুনির্বাচনী প্রশ্ন উত্তর (MCQ)

“বিভীষণের প্রতি মেঘনাদ” অংশটি মাইকেল মধুসূদন দত্তের ‌‘মেঘনাদবধ কাব্যর অন্যতমদৃশ্য। এখানে মেঘনাদের সংলাপের মধ্য দিয়ে দেশপ্রেম, আত্মপরিচয়, বিশ্বাসঘাতকতা এবং জাতিগত সংকটের গভীর বেদনা প্রকাশ পায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকের পোস্টে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার বহুনির্বাচনী প্রশ্ন উত্তর (MCQ) লিখে দিলাম।

বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার বহুনির্বাচনী প্রশ্ন উত্তর (MCQ)

১. মেঘনাদকে সেনাপতির দায়িত্ব কে দেয়?
ক) কুম্ভকর্ণ ও বীরবাহু
খ) কুম্ভকর্ণ ও রাবণ
গ) রাবণ ও বিভীষণ
ঘ) মেঘনাদ ও রাম
উত্তরঃ ক) কুম্ভকর্ণ ও বীরবাহু

২. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ সঙ্গে তুলনা করেছে ?
ক) রাবণকে
খ) বিভীষণকে
গ) লক্ষ্মণকে
ঘ) রামকে
উত্তরঃ গ) লক্ষ্মণকে

৩. ধর্মান্তরিত হবার কারণে মধুসূদন হিন্দু কলেজ পরিত্যাগ করে কোন কলেজে ভর্তি হয়েছিলেন?
ক) ফোর্ট উইলিয়াম কলেজ
খ) প্রেসিডেন্সি কলেজ
গ) ঢাকা কলেজ
ঘ) বিশপস কলেজ
উত্তরঃ ক) বিশপস কলেজ

৪. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় ‘ভাত’ বলে কাকে বোঝানো হয়েছে?
ক) রাবণকে
খ) কুম্ভকর্ণকে
গ) বাসবকে
ঘ) বিভীষণকে
উত্তরঃ ঘ) বিভীষণকে

৫. মেঘনাদ চরিত্রে নিচের কোন শব্দের অর্থ গভীরভাবে ফুটে উঠেছে?
ক) সততা
খ) সাহস
গ) বিচক্ষণতা
ঘ) কুম্ভকর্ণ
উত্তরঃ খ) সাহস

৬. ‘নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য’-এখানে দুরাচার কে?
ক) রাম
খ) বিভীষণ
গ) মেঘনাদ
ঘ) লক্ষ্মণ
উত্তরঃ ঘ) লক্ষ্মণ

৭. এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এখানে অরিন্দম কে?
ক) লক্ষ্মণ
খ) রাবণ
গ) মেঘনাদ
ঘ) বিভীষণ
উত্তরঃ গ) মেঘনাদ

৮. ‘হে বীরকেশরী, সম্ভাষে শৃগালে’ – এখানে ‘বীরকেশরী’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) রাবণকে
খ) মেঘনাদকে
গ) সিংহপুরুষকে
ঘ) বিভীষণকে
উত্তরঃ ঘ) বিভীষণকে

৯. নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন?
ক) শর্মিষ্ঠা
খ) কৃষ্ণকুমারী
গ) তিলোত্তমাসম্ভব
ঘ) বুড়ো শালিকের ঘাড়ে রো
উত্তরঃ ঘ) বুড়ো শালিকের ঘাড়ে রো

১০. মেঘনাদ কোন অপমান সইতে না পারার কথা বলেছেন?
ক) যুদ্ধে পরাজিত হবার
খ) লক্ষ্মণের যজ্ঞাগারে এবং রক্ষপুরীতে অনুপ্রবেশের
গ) বিভীষণের বিশ্বাসঘাতকতার
ঘ) লক্ষ্মণকে সাহায্য করার
উত্তরঃ খ) লক্ষ্মণের যজ্ঞাগারে এবং রক্ষপুরীতে অনুপ্রবেশের

১১. লক্ষ্মণ ক্ষুদ্রমতি নয় কেন?
ক) বিভীষণের সঙ্গে হাত মেলানোতে
খ) গোপনে যজ্ঞাগারে প্রবেশ করায়
গ) যুদ্ধের নিয়ম ভঙ্গ করায়
ঘ) অহেতুক ভর্ৎসনা করায়
উত্তরঃ গ) যুদ্ধের নিয়ম ভঙ্গ করায়

১২. ‘চোরে চোরে মাসতুতো ভাই।’-এখানে ‘চোর’ শব্দের পরিবর্তে ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশে কোন শব্দটি প্রয়োগ হয়েছে?
ক) লকার
খ) তস্কর
গ) চন্ডাল
ঘ) শৃগাল
উত্তরঃ খ) তস্কর

১৩. ‘বাসবত্রাস’ বলতে কাকে বোঝায়?
ক) ইন্দ্ৰকে
খ) শিবকে
গ) মেঘনাদকে
ঘ) রামকে
উত্তরঃ গ) মেঘনাদকে

১৪. ‘মেঘনাদবধ কাব্যে’র কত নং সর্গে লক্ষ্মণের হাতে মেঘনাদের মৃত্যু ঘটে?
ক) ৩য়
খ) ৫ম
গ) ৬ষ্ঠ
ঘ) ৮ম
উত্তরঃ গ) ৬ষ্ঠ

১৫. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাটি কোন ছন্দে রচিত?
ক) অক্ষরবৃত্ত ছন্দ
খ) মাত্রাবৃত্ত ছন্দ
গ) অমিল প্রবহমান যতিস্বাধীন অক্ষরবৃত্ত ছন্দ
ঘ) যতিস্বাধীন অক্ষরবৃত্ত ছন্দ
উত্তরঃ গ) অমিল প্রবহমান যতিস্বাধীন অক্ষরবৃত্ত ছন্দ

১৬. ‘জানিনু’ শব্দটির ব্যবহারিক চলিত রূপ কোনটি?
ক) জানলাম
খ) জানাবো
গ) জানি
ঘ) জানাইনি
উত্তরঃ ক) জানলাম

১৭. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?
ক) ভদ্রার্জুন
খ) শর্মিষ্ঠা
গ) কৃষ্ণকুমারী
ঘ) রামগীতি
উত্তরঃ খ) শর্মিষ্ঠা

১৮. ‘মহামন্ত্র-বলে যথা নম্রশিরঃ ফণীঃ-কে?
ক) বিভীষণ
খ) মেঘনাদ
গ) লক্ষ্মণ
ঘ) রাবণ
উত্তরঃ ক) বিভীষণ

১৯. ‘উত্তরিলা কাতরে রাবণি’— এখানে ‘রাবণি’ বলতে কবি কাকে বুঝিয়েছেন?
ক) রাবণকে
খ) মেঘনাদকে
গ) রাবণের ত্রীকে
ঘ) বিভীষণকে
উত্তরঃ খ) মেঘনাদকে

২০. নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাদ কোন দেবতার পূজা করে যুদ্ধযাত্রা করত?
ক) শিবের
খ) বরুণের
গ) ইন্দ্রের
ঘ) বৈশ্বানরের
উত্তরঃ ঘ) বৈশ্বানরের

২১. পৃথিবীর কোন সমার্থক শব্দটি ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাংশে ব্যবহৃত হয়েছে?
ক) বসুন্ধরা
খ) ধরণী
গ) বসুধা
ঘ) বিশ্ব
উত্তরঃ গ) বসুধা

২২. ‘সঙ্গদোষে লোহা ভাসে।’ প্রবাদটি কোন চরিত্রের ক্ষেত্রে প্রযোজ্য?
ক) সৌমিত্রি

খ) রাবণি
গ) রাক্ষসরাজানুজ
ঘ) রাম
উত্তরঃ ক) রাক্ষসরাজানুজ

২৩. অমিত্রাক্ষর ছন্দের মূল বৈশিষ্ট্য হচ্ছে—
ক) প্রথম চরণের সাথে দ্বিতীয় চরণের মিল
খ) প্রথম চরণের সাথে দ্বিতীয় চরণের অমিল
গ) প্রতিটি চরণে চৌদ্দটি অক্ষর
ঘ) সকল চরণে মাত্রাবৃত্ত ছন্দ
উত্তরঃ খ) প্রথম চরণের সাথে দ্বিতীয় চরণের অমিল

২৪. রাঘবদাস কে?
ক) রাবণ
খ) কুম্ভকর্ণ
গ) মেঘনাদ
ঘ) বিভীষণ
উত্তরঃ ঘ) বিভীষণ

২৫. ‘মহারথীপ্রথা’ নয় কোনটি?
ক) যুদ্ধসাজে সজ্জিত হওয়া
খ) অস্ত্রহীনকে যুদ্ধে আহ্বান করা
গ) মেঘনাদ
ঘ) বিভীষণ
উত্তরঃ খ) অস্ত্রহীনকে যুদ্ধে আহ্বান করা

২৬. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশে ‘অরিন্দম’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) রাম
খ) ইন্দ্ৰজিৎ
গ) লক্ষ্মণ
ঘ) মেঘনাদ
উত্তরঃ খ) ইন্দ্ৰজিৎ

২৭. বাংলা সাহিত্য সনেটের আবিষ্কারক কে?
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) পেত্রার্ক
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
উত্তরঃ ক) মাইকেল মধুসূদন দত্ত

২৮. মেঘনাদবধ কাব্যে ব্যবহৃত যতি কেমন?
ক) স্বাধীন
খ) অনিয়ন্ত্রিত
গ) ইডিপাস
ঘ) বদ্ধ
উত্তরঃ ক) স্বাধীন

২৯. ‘মেঘনাবধ কাব্য’র উৎস গ্রন্থ কোনটি?
ক) রামায়ণ
খ) মহাভারত
গ) ওডিসি
ঘ) মণিমালা
উত্তরঃ ক) রামায়ণ

৩০. মাইকেল মধুসূদন দত্তের জন্ম-মৃত্যুর সাথে কোন সালটি সম্পর্কযুক্ত?
ক) ১৮২২-১৮৭২
খ) ১৮২৪-১৮৭৬
গ) ১৮২৪-১৮৭৩
ঘ) ১৮২৬-১৮৭৩
উত্তরঃ ক) ১৮২৪-১৮৭৩

৩১. ‘মেঘনাদ বধ’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
ক) ১৮৬০
খ) ১৮৬১
গ) ১৮৬২
ঘ) ১৮৬৩
উত্তরঃ খ) ১৮৬১

৩২. “চন্ডালে বসাও আনি রাজার আলয়ে” উক্তিটি কে করেছিল?
ক) মেঘনাদ
খ) রাবণ
গ) বিভীষণ
ঘ) লক্ষ্মণ
উত্তরঃ ক) মেঘনাদ

৩৩. দৈব-দৈত্য-নর রণে বিভীষণ স্বচক্ষে কার পরাক্রম দেখেছেন?
ক) রামের
খ) মেঘনাদের
গ) ইন্দ্ৰজিৎ
ঘ) কুম্ভকর্ণ
উত্তরঃ খ) মেঘনাদের

৩৪. বিভীষণের মাতার নাম কী?
ক) কৌশল্যা ও কৈকেয়ী
খ) লক্ষ্মণের
গ) নিকষা
ঘ) সুমিত্রা
উত্তরঃ গ) নিকষা

৩৫. ‘নিজ কর্মদোষে হায় মজাইলা’ এখানে লঙ্কাপুরী ধ্বংসের জন্য কাকে দায়ী করা হয়েছে?
ক) বিভীষণকে
খ) লক্ষ্মণকে
গ) রাবণকে
ঘ) মেঘনাদকে
উত্তরঃ গ) রাবণকে

৩৬. মধুসূদন প্রবর্তিত ছন্দের নাম কী?
ক) অক্ষরবৃত্ত
খ) মাত্রাবৃত্ত
গ) অমিত্রাক্ষর
ঘ) সনেট
উত্তরঃ গ) অমিত্রাক্ষর

৩৭. রক্ষঃপুরে কে প্রবেশ করলেন?
ক) রাম
খ) লক্ষ্মণ
গ) মেঘনাদ
ঘ) বিভীষণ
উত্তরঃ খ) লক্ষ্মণ

৩৮. বিভীষণ কার সহোদর?
ক) রাবণের
খ) বীরবাহুর
গ) মেঘনাদের
ঘ) লক্ষ্মণের
উত্তরঃ ক) রাবণের

৩৯. ‘নিজ গৃহপথ, তাত, দেখাও তস্করে?’ ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় তস্কর কে?
ক) বিভীষণ
খ) রাবণ
গ) মেঘনাদ
ঘ) লক্ষ্মণ
উত্তরঃ ঘ) লক্ষ্মণ

৪০. ‘কী দেখি ডরিবে এ দাস হেন’ মেঘনাদ চরিত্রের কোন বৈশিষ্ট্য?
ক) আত্মঅনুশোচনা
খ) অমিত তেজ
গ) সাহস
ঘ) ধৈর্য
উত্তরঃ খ) অমিত তেজ

৪১. মেঘনাদের প্রতি মধুসূদনের মমতা ও শ্রদ্ধার কারণ—
ক) সাহসিকতা
খ) মানবীয় গুণাবলি
গ) বীরত্ব
ঘ) বীরযোদ্ধা
উত্তরঃ খ) মানবীয় গুণাবলি

৪২. মেঘনাদ ‘দুরাচার দৈত্য’ বলে কাকে অভিহিত করেছে?
ক) বিভীষণকে
খ) রামকে
গ) রাবণকে
ঘ) বীরবাহুকে
উত্তরঃ ক) বিভীষণকে

৪৩. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক) মধুসূদন
খ) মধুসুধন
গ) জানলাম
ঘ) একতালা দুই তলা
উত্তরঃ ক) মধুসূদন

৪৪. অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) মেঘনাদকে
খ) রাবণকে
গ) লক্ষ্মণকে
ঘ) বিভীষণকে
উত্তরঃ ক) মেঘনাদকে

৪৫. “বিষীষণের প্রতি মেঘনাদ’ কবিতাংশটুকু ‘মেঘনাদবধ’ কাব্যের কোন সর্গ থেকে সংকলিত হয়েছে?
ক) ৩য় সর্গ
খ) ৫ম সর্গ
গ) ৬ষ্ঠ সর্গ
ঘ) ৭ম সর্গ
উত্তরঃ গ) ৬ষ্ঠ সর্গ

৪৬. নিকুম্ভিলা যজ্ঞাগারে ….. পশিল। শূন্যস্থানে উপযুক্ত শব্দ কোনটি?
ক) প্রফুল্ল মনে
খ) নির্বিঘ্নে
গ) নিশ্চিন্তে
ঘ) প্রগলভে
উত্তরঃ ঘ) প্রগলভে

৪৭. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় ‘নহি দোষী আমি’ উক্তিটি কার?
ক) বিভীষণের
খ) মেঘনাদের
গ) লক্ষ্মণের
ঘ) রাবণদের
উত্তরঃ খ) বিভীষণের

৪৮. কার ভ্রাতুষ্পুত্র বাসববিজয়ী ?
ক) বিভীষণ
খ) বীরবাহু
গ) রাম
ঘ) লক্ষ্মণ
উত্তরঃ ক) বিভীষণ

৪৯. ‘প্রফুল্ল কমলে কীটবাস।’ এখানে কোন ঘটনার ইঙ্গিত রয়েছে?
ক) রাক্ষসদের মধ্যে কীটম্বরূপ বিভীষণের অবস্থান
খ) লক্ষ্মণদের মেঘনাদকে বধ করা
গ) বিভীষণের যজ্ঞাগারে প্রবেশ
ঘ) লক্ষ্মণের যজ্ঞাগারে প্রবেশ
উত্তরঃ ঘ) লক্ষ্মণের যজ্ঞাগারে প্রবেশ

৫০. পাপপূর্ণ বলা হয়েছে কোনটিকে?
ক) রাম বাক্য
খ) স্বর্গ রাজ্য
গ) লঙ্কাপুরী
ঘ) যজ্ঞপুরী
উত্তরঃ গ) লঙ্কাপুরী

৫১. আধুনিক বাংলা কবিতার জনক কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) শামসুর রাহমান
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ ঘ) মাইকেল মধুসূদন দত্ত

৫২. অরিন্দম হলো-
ক) ত্রুকে দমন করে যে
খ) শত্রুকে আপন করে যে
গ) শত্রুদের জয়ী করা
ঘ) বিপদে মিত্রদের সহায়তা
উত্তরঃ ক) শত্রুকে দমন করে যে

৫৩. রাক্ষস রাজ্যের জয় ঘোষণায় ‘দুর্বল মানবে’। ফুটে উঠেছে?- এ বাক্যে কোনটি স্পষ্ট হয়?
ক) প্রতিশোধ
খ) দেবতার আনুকূূূল্য
গ) মানবতার জয়
ঘ) বাস্তব জীবন বিশ্লেষণ
উত্তরঃ খ) দেবতার আনুকূূূল্য

৫৪. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যে মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাগারে কোন দেবতার পূজা করছিল?
ক) অগ্নিদেব
খ) বিষ্ণুদেব
গ) ইন্দ্রদেব
ঘ) বাসুদেব
উত্তরঃ ক) অগ্নিদেব

৫৫. “বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশটুকু মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্যের অন্তর্গত?
ক) ব্রজাঙ্গনা কাব্য
খ) মেঘনাদবধ কাব্য
গ) বীরাঙ্গনা কাব্য
ঘ) তিলোত্তমাসম্ভব কাব্য
উত্তরঃ খ) মেঘনাদবধ কাব্য

৫৬. মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিষ্টাব্দে হিন্দু কলেজে ভর্তি হন?
ক) ১৮৩৩
খ) ১৮৩৪
গ) ১৮৩৫
ঘ) ১৮৩৬
উত্তরঃ ক) ১৮৩৩

৫৭. বিরত সতত পাপে দেবকুল-চরণটি দিয়ে কী বোঝানো হয়েছে?
ক) দেবতারা একশত পাপ করে না
খ) দেবতারা পাপ চায় না
গ) দেবতারা পাপের বংশ না
ঘ) দেবতারা সর্বদা পাপ হতে দূরে থাকে
উত্তরঃ ঘ) দেবতারা সর্বদা পাপ হতে দূরে থাকে

৫৮. ‘নন্দন কাননে এসে দুরাচার দৈত্য’ – উক্তিটি কার?
ক) বিভীষণের ও রাবণের
খ) মেঘনাদের
গ) লক্ষ্মণের
ঘ) রামচন্দ্রের
উত্তরঃ খ) মেঘনাদের

৫৯. বিভীষণের প্রতি মেঘনাদের বক্তব্যে কোন বিষয়টি প্রাধান্যপেয়েছে?
ক) কুলমর্যাদা
খ) নৈতিকতা
গ) অহংকার
ঘ) বীরত্ব
উত্তরঃ ক) কুলমর্যাদা

৬০. মহাকাব্যে সাধারণত কয়টি সর্গ থাকে?
ক) দশ

খ) নয়
গ) এগারো
ঘ) বারো
উত্তরঃ খ) নয়

৬১. কিন্তু নাহি গঞ্জি তোমা, গুরু জন তুমি’- লাইনটির পরের লাইন কোনটি?
ক) চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে
খ) পিতৃতুল্য। ছাড় দ্বার, যাব অস্ত্রাগারে
গ) নিজগৃহপথ, তাত, দেখাও তস্করে
ঘ) লঙ্কার পঙ্কজ রবি গেল অস্তাচলে
উত্তরঃ খ) পিতৃতুল্য। ছাড় দ্বার, যাব অস্ত্রাগারে

৬২. মেঘনাদকে বাসববিজয়ী বলা হয়েছে কেন?
ক) ফুলের গন্ধ ছড়ানোর জন্য
খ) ধরার মানুষ যত্ন নিবে বলে
গ) ইন্দ্রকে জয় করেছে বলে
ঘ) বাসবকে বিজিত করতে না পারার কারণে
উত্তরঃ গ) ইন্দ্রকে জয় করেছে বলে

৬৩. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশের প্রতিটি পক্তি কত মাত্রায় রচিত?
ক) ১০
খ) ১২
গ) ১৭
ঘ) ১৪
উত্তরঃ ঘ) ১৪

৬৪. আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে বিভীষণ কোন বিষয়টিকে সামনেএনেছেন?
ক) ইতিহাস চেতনা
খ) প্রতিবাদী চেতনা
গ) স্বাজাত্যবোধ
ঘ) নৈতিকতা
উত্তরঃ ঘ) নৈতিকতা

৬৫. ‘ঘরের শত্রু বিভীষণ’-এ প্রবাদ বাক্যটি বিভীষণের কোন আচরণকে কেন্দ্র করে প্রচলিত?
ক) স্বজনদের প্রতি উদাসীনতা

খ)পরধর্মের অনুসরণ
গ) শত্রুপক্ষের সঙ্গে আঁতাত
ঘ) দুর্জনের সাহচর্য
উত্তরঃ গ) শত্রুপক্ষের সঙ্গে আঁতাত

৬৬. বিভীষণ মেঘনাদকে প্রথম কী অভিহিত করেছেন?
ক) জ্ঞানী
খ) দুর্দমনীয় ও কঠোর
গ) বীরত্ববান ও সাহসী
ঘ) ধূর্ত ও শঠ
উত্তরঃ ক) জ্ঞানী

৬৭. ইন্দ্রের অপর নাম কী?
ক) বাসব
খ) শত্রুকে দমন করে যে
গ) রাজা ও দেবতার সমাহার
ঘ) বীরশক্তির অধিকারী
উত্তরঃ ক) বাসব

৬৮. বিষীষণ কেমন প্রকৃতির ছিলেন?
ক) বাসব ও অরিন্দম দেশপ্রেমিক
খ) মহাবীর
গ) দেশদ্রোহী
ঘ) সৌমিত্র ও জিতেন্দ্র
উত্তরঃ গ) দেশদ্রোহী

৬৯. ‘লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে।’ – ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশের এ চরণে প্রকাশ পেয়েছে—
ক) লক্ষ্মণের সাহস
খ) মেঘনাদের বীরত্ব
গ) বিভীষণের লজ্জা
ঘ) রাণচন্দ্রের বীরত্ব
উত্তরঃ খ) মেঘনাদের বীরত্ব

৭০. সনেটের প্রবর্তক কে?
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) পেত্রার্ক
গ) সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
উত্তরঃ খ) পেত্রার্ক

৭১. রামানুজ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) লক্ষ্মণ
খ) মেঘনাদ
গ) রাবণ
ঘ) কুম্ভকর্ণ
উত্তরঃ ক) লক্ষ্মণ

৭২. বাংলা নাটকের উদ্ভব যুগে অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার কে?
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) মীর মশাররফ হোসেন
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ক) মাইকেল মধুসূদন দত্ত

Leave a Comment