সাধারণ জ্ঞান হলো এমন জ্ঞানের একটি ক্ষেত্র, যা বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে গড়ে ওঠে এবং যেকোনো শিক্ষিত মানুষের জানা উচিত। এটি নির্দিষ্ট কোনো বিষয়ের গভীর জ্ঞান নয়, বরং বিভিন্ন বিষয়ের সামগ্রিক বা মৌলিক তথ্যের সমাহার। নিচে বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন উত্তর দিলাম।
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান mcq
১। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল-
ক) ১০ এপ্রিল, ১৯৭১
খ) ২৬ মার্চ, ১৯৭১
গ) ১০ জানুয়ারি, ১৯৭২
ঘ) ১১ এপ্রিল, ১৯৭১
উত্তর: ক) ১০ এপ্রিল, ১৯৭১
২। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-
ক) ২৫ মার্চ, ১৯৭১
খ) ২৫ মার্চ, ১৯৭২
গ) ১৬ ডিসেম্বর, ১৯৭১
ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
উত্তর: ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
৩। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় অবস্থিত?
ক) মহাস্থানগড়ে
খ) নেত্রকোনায়
গ) শাহজাদপুরে
ঘ) বগুড়ায়
উত্তর: ঘ) বগুড়ায়
৪। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
ক) চট্টগ্রাম
খ) সোনারগাঁওয়ে
গ) বগুড়ায়
ঘ) রামপালে
উত্তর: খ) সোনারগাঁওয়ে
৫। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা কে?
ক) শামসুর রাহমান
খ) আলতাফ মাহমুদ
গ) হাসান হাফিজুর রহমান
ঘ) আবদুল গাফফার চৌধুরী
উত্তর: ঘ) আবদুল গাফফার চৌধুরী
৬। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিলেন?
ক) ইংরেজরা
খ) ওলন্দাজরা
গ) ফরাসীরা
ঘ) পর্তুগিজরা
উত্তর: ঘ) পর্তুগিজরা
৭। বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ চালু করেছিলেন কে?
ক) সম্রাট আকবর
খ) লক্ষ্মণ সেন
গ) শেরশাহ
ঘ) বাদশাহ শাহজাহান
উত্তর: ক) সম্রাট আকবর
৮। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কোন নামে পরিচিত ছিল?
ক) সোমপুর বিহার
খ) ধর্মপাল বিহার
গ) জগদ্দল বিহার
ঘ) শ্রী বিহার
উত্তর: ক) সোমপুর বিহার
৯। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়?
ক) বিজয়পুরে
খ) টেকের হাটে
গ) রানীগঞ্জে
ঘ) বিয়ানী বাজারে
উত্তর: ক) বিজয়পুরে
১০। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক) ১৯০৫ সালে
খ) ১৯৩৫ সালে
গ) ১৯১১ সালে
ঘ) ১৯২১ সালে
উত্তর: ঘ) ১৯২১ সালে
১১। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন-
ক) শায়েস্তা খান
খ) মির্জা আহমেদ জান
গ) নওয়াব সলিমুল্লাহ
ঘ) খান সাহেব আবুল হাসনাত
উত্তর: খ) মির্জা আহমেদ জান
১২। পাখি ছাড়া ‘বলাকা’ ও ‘দোয়েল’ নামে পরিচিত হচ্ছে-
ক) দুটি কৃষি যন্ত্রপাতির নাম
খ) দুটি কৃষি সংস্থার নাম
গ) উন্নত জাতের গম শস্য
ঘ) কৃষি খামারের নাম
উত্তর: ক) দুটি কৃষি যন্ত্রপাতির নাম
১৩। ‘অগ্নিশ্বর’, ‘কানাইবাঁসী’, ‘মোহনবাঁসী’ ও ‘বীটজবা’ কি জাতীয় ফলের নাম?
ক) পেয়ারা
খ) কলা
গ) পেঁপে
ঘ) জামরুল
উত্তর: ক) পেয়ারা
১৪। ‘বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত’ প্রবর্তন করা হয় কোন সালে?
ক) ১৭০০
খ) ১৭৬২
গ) ১৯৬৫
ঘ) ১৭৯৩
উত্তর: ঘ) ১৭৯৩
১৫। কোন মুগল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?
ক) বাবর
খ) হুমায়ুন
গ) আকবর
ঘ) জাহাঙ্গীর
উত্তর: গ) আকবর
১৬। উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-
ক) ড. রমেশচন্দ্র মজুমদার
খ) ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
গ) ড. মাহমুদ হাসান
ঘ) স্যার এ. এফ. রহমান
উত্তর: ঘ) স্যার এ. এফ. রহমান
১৭। ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়?
ক) শামীম শিকদার
খ) সৈয়দ আব্দুল্লাহ খালেদ
গ) হামিদুজ্জামান খান
ঘ) আবদুস সুলতান
উত্তর: গ) হামিদুজ্জামান খান
১৮। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?
ক) ১২৫৫ খ্রিষ্টাব্দে
খ) ১৬১০ খ্রিষ্টাব্দে
গ) ১৯০৫ খ্রিষ্টাব্দে
ঘ) ১৯৪৭ খ্রিষ্টাব্দে
উত্তর: খ) ১৬১০ খ্রিষ্টাব্দে
১৯। পূর্বাশা দ্বীপের অপর নাম-
ক) নিঝুম দ্বীপ
খ) সেন্ট মার্টিন
গ) দক্ষিণ তালপট্টি
ঘ) কুতুবদিয়া
উত্তর: গ) দক্ষিণ তালপট্টি
২০। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
ক) ইরাক
খ) আলজেরিয়া
গ) সৌদি আরব
ঘ) জর্ডান
উত্তর: ক) ইরাক
২১। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত-
ক) ৯:৬
খ) ১১:৭
গ) ১০:৬
ঘ) ৮:৬
উত্তর: গ) ১০:৬
২২। বাংলাদেশের বৃহত্তম নদী-
ক) যমুনা
খ) ব্রহ্মপুত্র
গ) পদ্মা
ঘ) মেঘনা
উত্তর: ঘ) মেঘনা
২৩। কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী?
ক) রাজশাহী
খ) ফরিদপুর
গ) রংপুর
ঘ) যশোর
উত্তর: ক) রাজশাহী
২৪। ইউরিয়া সারের কাঁচামাল-
ক) অপরিশোধিত তেল
খ) ক্রিংকার
গ) এমোনিয়া
ঘ) মিথেন গ্যাস
উত্তর: গ) এমোনিয়া
২৫। বাসস কি?
ক) একটি সংঘ
খ) একটি সংবাদ সংস্থা
গ) একটি ম্যাগাজিন
ঘ) একটি টিভি কেন্দ্র
উত্তর: খ) একটি সংবাদ সংস্থা
২৬। বাংলাদেশে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়-
ক) ২৬ মার্চ
খ) ১৬ ডিসেম্বর
গ) ২১ ফেব্রুয়ারি
ঘ) ১৪ ডিসেম্বর
উত্তর: ঘ) ১৪ ডিসেম্বর
২৭। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
ক) সিলেটের বনভূমি
খ) পার্বত্য চট্টগ্রামের বনভূমি
গ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি
ঘ) খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
উত্তর: গ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি
২৮। চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য-
ক) ঢাকা শহরকে নদীর ওপারে বিস্তৃত করা
খ) বাংলাদেশ ও চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি করা
গ) ঢাকা-আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো
ঘ) দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহণ ব্যবস্থা উন্নত করা
উত্তর: গ) ঢাকা-আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো
২৯। হরিপুরে তেলক্ষেত্র আবিষ্কার হয়-
ক) ১৯৮৭ সালে
খ) ১৯৮৬ সালে
গ) ১৯৮৫ সালে
ঘ) ১৯৮৪ সালে
উত্তর: খ) ১৯৮৬ সালে
৩০। মিশুকের স্থপতি কে?
ক) মোস্তফা মনোয়ার
খ) হামিদুর রহমান
গ) শামীম শিকদার
ঘ) হামিদুজ্জামান খান
উত্তর: খ) হামিদুর রহমান
৩১। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?
ক) রংপুর
খ) টাংগাইল
গ) ময়মনসিংহ
ঘ) ফরিদপুর
উত্তর: ঘ) ফরিদপুর
৩২। বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ (প্রায়) কত?
ক) ২ কোটি ৪০ লক্ষ একর
খ) ২ কোটি ৫০ লক্ষ একর
গ) ২ কোটি ২৫ লক্ষ একর
ঘ) ২ কোটি একর
উত্তর: গ) ২ কোটি ২৫ লক্ষ একর
৩৩। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
ক) ২৫০ নটিক্যাল মাইল
খ) ২০০ নটিক্যাল মাইল
গ) ১৮৫ নটিক্যাল মাইল
ঘ) ২১২ নটিক্যাল মাইল
উত্তর: খ) ২০০ নটিক্যাল মাইল
৩৪। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক) করতোয়া
খ) গঙ্গা
গ) ব্রহ্মপুত্র
ঘ) মহানন্দা
উত্তর: ক) করতোয়া
৩৫। ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো-
ক) অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
খ) ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের সরবরাহ নিশ্চিত করা
গ) ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেওয়া
ঘ) বিদেশি শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহারে বাধ্য করা
উত্তর: ক) অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
৩৬। বি.কে.এস.পি. হলো-
ক) একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম
খ) একটি ক্রীড়া ও সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম
গ) একটি কিশোর ফুটবল টিমের নাম
ঘ) একটি সংবাদ সংস্থার নাম
উত্তর: ক) একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম
৩৭। মা ও মণি হলো-
ক) একটি উপন্যাসের নাম
খ) একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম
গ) একটি প্রসাধনী শিল্পের নাম
ঘ) একটি গরীব মা ও মেয়ের গল্প কাহিনী
উত্তর: ঘ) একটি গরীব মা ও মেয়ের গল্প কাহিনী
৩৮। প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’ এর বর্তমান নাম-
ক) মালদ্বীপ
খ) সন্দ্বীপ
গ) বরিশাল
ঘ) হাতিয়া
উত্তর: গ) বরিশাল