ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর (MCQ)

“ফেব্রুয়ারি ১৯৬৯” কবিতাটি সত্যিই আমাদের ভাষা আন্দোলনের স্মৃতিচারণে এক গভীর আবেগপূর্ণ এবং প্রতীকী রচনা। শামসুর রাহমান এখানে কৃষ্ণচূড়ার লাল ফুলকে শহিদদের রক্তের প্রতীক হিসেবে যেভাবে চিত্রিত করেছেন, তা অবিস্মরণীয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকের পোস্টে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর (MCQ) লিখে দিলাম।

ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর (MCQ)

১. ‘একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং।’ উল্লিখিত চেতনার প্রকৃতি কী?
ক) সংগ্রামী
খ) বিদ্রোহী
গ) সংগ্রামের
ঘ) জাগ্রত
উত্তর: ক) সংগ্রামী

২. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কৃষ্ণচূড়া কিসের প্রতীক?
ক) রক্তের
খ) সংগ্রামের
গ) অস্থিরতার
ঘ) স্বাধীনতার
উত্তর: ক) রক্তের

৩. শামসুর রাহমানের জন্ম কত সালে?
ক) ১৯৩১
খ) ১৯২৯
গ) ১৯৩৭
ঘ) ১৯৪১
উত্তর: খ) ১৯২৯

৪. কবি শামসুর রাহমান কোথায় জন্মগ্রহণ করেন?
ক) প্লাশতলী
খ) ঢাকায়
গ) পাহাড়তলি
ঘ) টিকাটুলী
উত্তর: খ) ঢাকায়

৫. “এলাটিং বেলাটিং” গ্রন্থের লেখক কে?
ক) হাসান হাফিজুর রহমান
খ) শামসুর রাহমান
গ) জীবননাথ মল্লিক
ঘ) আল মাহমুদ
উত্তর: খ) শামসুর রাহমান

৬. একুশের কৃষ্ণচূড়াকে কবি কোন রঙের সঙ্গে মেলাতে চান?
ক) চেতনার রং
খ) সংগ্রামের রং
গ) অস্থিরতার রং
ঘ) বিদ্রোহের রং
উত্তর: ক) চেতনার রং

৭. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ‘মানবিক বাগান’ বলতে বোঝায়—
ক) মানবীয় জগৎ
খ) স্বপ্নের জগৎ
গ) রাজনৈতিক জগৎ
ঘ) প্রতিবাদের জগৎ
উত্তর: ক) মানবীয় জগৎ

৮. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কোন কোন ভাষাশহিদের কথাবলা হয়েছে?
ক) সালাম, বরকত
খ) বরকত, শফিউর
গ) সালাম, জব্বার
ঘ) জব্বার, শফিউর
উত্তর: ক) সালাম, বরকত

৯. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় সালামের হাত থেকে নক্ষত্রের মতো কী ঝরে?
ক) দীপ্ত স্লোগান
খ) উদ্ধত ফ্ল্যাগ
গ) তাজা রক্ত
ঘ) অবিনাশী বর্ণমালা
উত্তর: ঘ) অবিনাশী বর্ণমালা

১০. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’-এর আন্দোলনের কারণ কী ছিল?
ক) শোষণহীন সমাজব্যবস্থা
খ) আত্মহুতির মাত্মত্ম্যে গৌরবান্বিত
গ) একুশের রক্ত ঝরার প্রতিশোধ নেয়া
ঘ) দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া
উত্তর: ক) শোষণহীন সমাজব্যবস্থা

১১. কবি শামসুর রাহমান ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় সালামের হাত থেকে আজ কী দেখেছেন?
ক) আলোচিত ঢাকা
খ) তরুণ শ্যামল পূর্ব বাংলা
গ) সালামের অশ্রুবিন্দু
ঘ) ছাত্রদের সংগ্রামী চেতনা
উত্তর: ক) আলোচিত ঢাকা

১২. নাগরিক যন্ত্রণার কথা প্রতিফলিত হয়েছে কার কবিতায়?
ক) আহসান হাবীব
খ) সৈয়দ শামসুল হক
গ) শামসুর রাহমান
ঘ) দিলওয়ার
উত্তর: গ) শামসুর রাহমান

১৩. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ‘মানবিক বাগান’ বলতে বোঝায়—
ক) মানবীয় জগৎ
খ) স্বপ্নের জগৎ
গ) রাজনৈতিক জগৎ
ঘ) প্রতিবাদের জগৎ
উত্তর: ক) মানবীয় জগৎ

১৪. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় উল্লেখকৃত কার চোখকে আলোচিত ঢাকার সঙ্গে তুলনা করা হয়েছে?
ক) জব্বারের
খ) বরকতের
গ) রফিকের
ঘ) সালামের
উত্তর: ঘ) সালামের

১৫. “মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ”—চরণটি দ্বারা কবি কী বুঝিয়েছেন?
ক) মানুষের তৈরি কমলবন নষ্ট হচ্ছে
খ) মূল্যবোধের অবক্ষয়
গ) বাগান ধ্বংস হওয়া
ঘ) শত্রুর হিংস্র হামলা
উত্তর: ঘ) শত্রুর হিংস্র হামলা

১৬. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার মূল উপজীব্য কী?
ক) ভাষা আন্দোলন
খ) স্বাধিকার আন্দোলন
গ) গণঅভ্যুত্থান
ঘ) ছয় দফা আন্দোলন
উত্তর: গ) গণঅভ্যুত্থান

১৭. ফেব্রুয়ারি কবিতায় কৃষ্ণচূড়ার রং কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে?
ক) একুশের চেতনা
খ) স্বাধীনতার চেতনা
গ) ঊনসত্তরের গণঅভ্যুত্থানের চেতনা
ঘ) ছয় দফার চেতনা
উত্তর: ক) একুশের চেতনা

১৮. কবি শামসুর রাহমান কোন কর্মজীবন শুরু করেন?
ক) মর্নিং নিউজ
খ) দৈনিক সংবাদ
গ) গণআন্দোলন
ঘ) দৈনিক বাংলা
উত্তর: ক) মর্নিং নিউজ

১৯. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’-এর কোন ঘটনাটি কবিকে কবিতাটি লিখতে অনুপ্রাণিত করেছে?
ক) অত্যাচারী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে গণআন্দোলন
খ) অত্যাচারী শাসকগোষ্ঠীর একটি হত্যাকাণ্ড
গ) জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ
ঘ) ৫২ সালের একুশের প্রভাতফেরি ও মিছিল
উত্তর: ক) অত্যাচারী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে গণআন্দোলন

২০. কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয়?
ক) বিধ্বস্ত নীলিমা
খ) দু’হাতে দুই আদিম পাথর
গ) বন্দি শিবির থেকে
ঘ) ফিরিয়ে নাও ঘাতক কাঁটা
উত্তর: খ) দু’হাতে দুই আদিম পাথর

২১. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কখন অন্য রং মনে আসে?
ক) সকাল-সন্ধ্যায়
খ) রাতে
গ) বিকেলে
ঘ) সন্ধ্যায়
উত্তর: ক) সকাল-সন্ধ্যায়

২২. দৈনিক বাংলা পত্রিকার পূর্ব নাম কী ছিল?
ক) আমার বাংলা
খ) দৈনিক পাকিস্তান
গ) বিকালে
ঘ) দৈনিক আজাদ
উত্তর: খ) দৈনিক পাকিস্তান

২৩. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কবির কোন ভাব প্রকাশ পেয়েছে?
ক) প্রতিবাদী চেতনা
খ) প্রকৃতি চেতনা
গ) সংগ্রামী চেতনা
ঘ) ভাষা চেতনা
উত্তর: গ) সংগ্রামী চেতনা

২৪. সারা দেশে যাদের অশুভ আস্তানা—
ক) দালালের
খ) পুলিশের
গ) ঘাতকের
ঘ) শত্রুদের
উত্তর: গ) ঘাতকের

২৫. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কোন কারণে সার্থক?
ক) রক্তের জন্য
খ) চেতনার জন্য
গ) ছন্দের জন্য
ঘ) বর্ণনার জন্য
উত্তর: খ) চেতনার জন্য

২৬. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে?
ক) বিধ্বস্ত নীলামা
খ) নিজ বাসভূমে
গ) জীবননদী
ঘ) একুশের চেতনা
উত্তর: খ) নিজ বাসভূমে

২৭. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কবি ‘কমলবন’ শব্দটি কী বোঝাতে ব্যবহার করেছেন?
ক) কল্যাণ
খ) মহিমা
গ) শান্তি
ঘ) ভালোবাসা
উত্তর: ক) কল্যাণ

২৮. ঊনসত্তরের গণঅভ্যূত্থানে কিসের চেতনা কাজ করেছে?
ক) লাহোর প্রস্তাবের চেতনা
খ) একুশের চেতনা
গ) স্বাধীনতার চেতনা
ঘ) স্বৈরাচারবিরোধী চেতনা
উত্তর: খ) একুশের চেতনা

২৯. কবি শামসুর রাহমান কোন দুটি প্রেক্ষাপটকে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় তুলে ধরেছেন?
ক) ১৯৫২র ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
খ) ১৯৫২র ভাষা আন্দোলন ও ১৯৬৯ সালের গণঅভ্যূত্থান
গ) ১৯৬৯ সালের গণঅভ্যূত্থান ও ১৯৭১এ মুক্তিযুদ্ধ
ঘ) ১৯৪৭র দেশভাগ ও ১৯৭১র ভাষা আন্দোলন
উত্তর: খ) ১৯৫২র ভাষা আন্দোলন ও ১৯৬৯ সালের গণঅভ্যূত্থান

৩০. “ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ‘হৃদয়ের হরিৎ উপত্যকা’ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক) রাজপথ
খ) বাঁধভূমিকে
গ) পূর্ববাংলাকে
ঘ) হৃদয়ের উপত্যকাকে
উত্তর: গ) পূর্ববাংলাকে

৩১. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কোন ধরনের কবিতা?
ক) রাজনৈতিক
খ) ইতিহাসনির্ভর
গ) রোমাঞ্চকর
ঘ) কাহিনিনির্ভর
উত্তর: ক) রাজনৈতিক

৩২. কৃষ্ণচূড়া স্মৃতিগন্ধে ভরপুরের কারণ কী?
ক) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
খ) স্বাধীনতা যুদ্ধের শহিদগণ
গ) ১৯৬৯ সালের গণআন্দোলন
ঘ) ১৯৫২ সালের ভাষা আন্দোলন
উত্তর: ঘ) ১৯৫২ সালের ভাষা আন্দোলন

৩৩. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় অন্য রং কেন মনে আসে?
ক) কৃষ্ণচূড়া ফুলের জন্য
খ) জীবনের রঙের জন্য
গ) রামধনুর রং দেখে
ঘ) পাকিস্তানি শাসকের অত্যাচারে
উত্তর: ঘ) পাকিস্তানি শাসকের অত্যাচারে

৩৪. দৈনিক বাংলা পত্রিকার পূর্ব নাম কী ছিল?
ক) আমার বাংলা
খ) দৈনিক পাকিস্তান
গ) বিকালে
ঘ) দৈনিক আজাদ
উত্তর: খ) দৈনিক পাকিস্তান

৩৫. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ফুটেছে—
ক) নিবিড় হয়ে
খ) থরে থরে
গ) ফিরিয়ে নাও ঘাতক
ঘ) কাঁটাও নিজ বাসভূমে
উত্তর: খ) থরে থরে

৩৬. দেশপ্রেমের পরিচয় রয়েছে কোন কবিতায়?
ক) ‘ফেব্রুয়ারি ১৯৬৯’
খ) ‘একুশের কৃষ্ণচূড়া’
গ) ‘মুক্তির গান’
ঘ) ‘বন্দি শিবির থেকে’
উত্তর: ক) ‘ফেব্রুয়ারি ১৯৬৯’

৩৭. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় সালামের মুখ আজ—
ক) আলোকিত ঢাকা
খ) তরুণ শ্যামল পূর্ববাংলা
গ) রক্তে রঞ্জিত ঢাকা
ঘ) অশ্রুভরা ঢাকা
উত্তর: খ) তরুণ শ্যামল পূর্ববাংলা

৩৮. ‘সেই ফুল আমাদের প্রাণ’ বলতে কবি কাদের কথা বলেছেন?
ক) বীরদের
খ) কৃষকদের
গ) শহরের মানুষদের
ঘ) মুক্তিযোদ্ধাদের
উত্তর: ক) বীরদের

৩৯. কোনটির নাম কবিতা নয়?
ক) ফেব্রুয়ারি ১৯৬৯
খ) লোক লোকান্তর
গ) জনতার
ঘ) রক্তে আমার অনাদি অস্থি
উত্তর: ক) ফেব্রুয়ারি ১৯৬৯

৪০. শহরের পথে থরে থরে নিবিড় হয়ে কোন ফুল ফুটেছে?
ক) জবা
খ) কৃষ্ণচূড়া
গ) গাঁদা
ঘ) শাপলা
উত্তর: খ) কৃষ্ণচূড়া

৪১. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কবির কোন ভাব প্রকাশ পেয়েছে?
ক) প্রতিবাদী চেতনা
খ) প্রকৃতি চেতনা
গ) সংগ্রামী চেতনা
ঘ) ভাষা চেতনা
উত্তর: গ) সংগ্রামী চেতনা

৪২. সারা দেশে যাদের অশুভ আস্তানা—
ক) দালালের
খ) পুলিশের
গ) ঘাতকের
ঘ) শত্রুদের
উত্তর: গ) ঘাতকের

৪৩. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কোন ঘটনার পটভূমিতে রচিত?
ক) ভাষা আন্দোলন
খ) ৭০ এর নির্বাচন
গ) স্বাধীনতা যুদ্ধ
ঘ) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
উত্তর: ঘ) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান

৪৪. কৃষ্ণচূড়া রং কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে?
ক) একুশের চেতনা
খ) স্বাধীনতার চেতনা
গ) ঊনসত্তরের গণঅভ্যুত্থানের চেতনা
ঘ) ৬৬ এর ছয় দফার চেতনা
উত্তর: ক) একুশের চেতনা

৪৫. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় উল্লেখকৃত কার চোখকে আলোচিত ঢাকার সঙ্গে তুলনা করা হয়েছে?
ক) জব্বারের
খ) বরকতের
গ) রফিকের
ঘ) সালামের
উত্তর: ঘ) সালামের

৪৬. “মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ”—চরণটি দ্বারা কবি কী বুঝিয়েছেন?
ক) মানুষের তৈরি কমলবন নষ্ট হচ্ছে
খ) মূল্যবোধের অবক্ষয়
গ) বাগান ধ্বংস হওয়া
ঘ) শত্রুর হিংস্র হামলা
উত্তর: ঘ) শত্রুর হিংস্র হামলা

৪৭. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কখন অন্য রং মনে আসে?
ক) সকাল-সন্ধ্যায়
খ) রাতে
গ) বিকেলে
ঘ) সন্ধ্যায়
উত্তর: ক) সকাল-সন্ধ্যায়

Leave a Comment