জীবন ও বৃক্ষ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর (MCQ)

বৃক্ষের দিকে তাকালে আমরা বুঝতে পারি জীবনের গূঢ় অর্থ কী। এর শান্তি আর ধৈর্যের মাধ্যমে আমরা জীবন এবং মানবতার সঠিক মূল্যবোধ খুঁজে পাই। এই পোস্টে জীবন ও বৃক্ষ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর (MCQ) লিখে দিলাম।

জীবন ও বৃক্ষ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর (MCQ)

১. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে “অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে”—কার গান?
ক) বৃক্ষের
খ) মানুষের
গ) নদীর
ঘ) মহাকবির
উত্তরঃ ক) বৃক্ষের

২. বৃক্ষের বৃদ্ধির ইতিহাস কোন পর্যন্ত?
ক) জন্ম থেকে মৃত্যু হওয়া
খ) অঙ্কুরিত হওয়া থেকে শেষ হওয়া
গ) জন্ম থেকে ফল ধারণ করা
ঘ) অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া
উত্তরঃ ঘ) অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া

৩. রবীন্দ্রনাথ ঠাকুর কেন নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন?
ক) তিনি নদী ভালবাসতেন বলে
খ) বৃক্ষ চলাচল করতে পারে না বলে
গ) নদীকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয় বলে
ঘ) নদীতে ভ্রমণ করা আনন্দদায়ক বলে
উত্তরঃ গ) নদীকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয় বলে

৪. জবরদস্তিপ্রিয় মানুষেরা বিকৃতিবৃদ্ধির কারণ—
ক) তারা সংগ্রামপ্রিয়
খ) তারা যুদ্ধপ্রিয়
গ) তাদের মায়া-মমতা নেই
ঘ) তারা প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি
উত্তরঃ ঘ) তারা প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি

৫. ‘মনুষ্যত্ব’ বলতে বোঝায়—
ক) মানুষের মন
খ) মানুষের বুদ্ধি
গ) মানুষের নৈতিক মানদণ্ড
ঘ) মানবোচিত গুণাবলি
উত্তরঃ ঘ) মানবোচিত গুণাবলি

৬. মূল্যবোধ বলতে বোঝায়—
ক) কাউকে মূল্যায়ন করা
খ) মানুষের বিবেক
গ) নৈতিক মানদণ্ড
ঘ) মূল্য সম্পর্কীয় চিন্তাভাবনা করা
উত্তরঃ গ)নৈতিক মানদণ্ড

৭. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে লেখক স্থূলবুদ্ধির মানুষদের কী বলেছেন?
ক) বিবেচক
খ) উপলব্ধিহীন
গ) বুদ্ধিমান
ঘ) স্বার্থপরতাযুক্ত
উত্তরঃ খ) উপলব্ধিহীন

৮. ‘Conquest of Happiness’ গ্রন্থটি কার লেখা?
ক) জন অগাস্টিন
খ) ক্লাইভ বেল
গ) জন লক
ঘ)বারট্রান্ড রাসেল
উত্তরঃ ঘ) বারট্রান্ড রাসেল

৯. রবীন্দ্রনাথ মনুষ্যত্বের সাদৃশ্য কোথায় দেখতে পেয়েছেন?
ক) ফুলের ফোটাতে
খ) বৃক্ষের বৃদ্ধিতে
গ) নদীর গতিতে
ঘ) বৃক্ষের সমাপ্তিতে
উত্তরঃ গ) নদীর গতিতে

১০. সৃজনশীল মানুষের প্রাপ্তি ও দানের সাথে কার পার্থক্য দেখা যায় না?
ক) মাটির
খ) সাগরের
গ) নদীর
ঘ) বৃক্ষের
উত্তরঃ ঘ) বৃক্ষের

১১. স্থির প্রাণ হিসেবে নিচের কোনটি সমর্থন করা যায়?
ক) মানুষ
খ) হাতি
গ) গাছপালা
ঘ) নীল তিমি
উত্তরঃ গ) গাছপালা

১২. মোতাহের হোসেন চৌধুরী কোন বিশেষ আন্দোলনের জন্য বিখ্যাত হয়ে আছেন?
ক) মুক্তবুদ্ধির চর্চা আন্দোলন
খ) বুদ্ধির মুক্তি আন্দোলন
গ) স্বাধীনতার আন্দোলন
ঘ) ৬৯’র গণঅভ্যুত্থানের আন্দোলন
উত্তরঃ খ) বুদ্ধির মুক্তি আন্দোলন

১৩. ‘জীবন ও বৃক্ষ’ রচনার লেখকের নাম কী?
ক) মোতাহার হোসেন চৌধুরী
খ) মোতাহের হোসেন চৌধুরী
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) মুনীর চৌধুরী
উত্তরঃ খ) মোতাহের হোসেন চৌধুরী

১৪. সাধনার ব্যাপারে কোনটি এক বড় জিনিস?
ক) বৃদ্ধি
খ) জ্ঞানলাভ
গ) জানা
ঘ) প্রাপ্তি
উত্তরঃ ঘ) প্রাপ্তি

১৫. বৃক্ষ আমাদের কোন ভাষায় গান শোনায়?
ক) সরব
খ) প্রতিবাদী
গ) নীরব
ঘ) করুণ
উত্তরঃ গ) নীরব

১৬. অনুভূতির কান দিয়ে আমাদের কী শোনার কথা?
ক) শোকের গান
খ) মুক্তির গান
গ) সার্থকতার গান
ঘ) বিদায়ের গান
উত্তরঃ গ) সার্থকতার গান

১৭. স্বল্পপ্রাণ স্থলবৃদ্ধির লোকজন মাঝে মাঝে কিসের কথা বলে?
ক) মানবপ্রেমের
খ) প্রেমের কথা
গ) সংগ্রামের কথা
ঘ) যুদ্ধের কথা
উত্তরঃ ক) মানবপ্রেমের

১৮. “Civilization” প্রবন্ধটি কে লিখেছেন?
ক) গী দ্য মোপাসাঁ
খ) ক্লাইভ বেল
গ) অহংকারের
ঘ) জর্জ অরওয়েল
উত্তরঃ খ) ক্লাইভ বেল

১৯. ‘সংস্কৃতির কথা’ গ্রন্থটির রচয়িতা কে?
ক) মোতাহের হোসেন চৌধুরী
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ) কাজী মোতাহার হোসেন
উত্তরঃ ক) মোতাহের হোসেন চৌধুরী

২০. বৃক্ষের সার্থকতা ও পরিপূর্ণতার ছবি ফুটিয়ে তুলতে উপলব্ধি করা দরকার বৃক্ষের—
ক) গতি ও বিকাশকে
খ) গোপন ও নীরব সাধনাকে
গ) ফুল ফোটানো ও ফল ধরানোর ছবিকে
ঘ) শান্তি ও সেবার বাণী প্রচারকে
উত্তরঃ ক) গতি ও বিকাশকে

২১. মোতাহের হোসেন চৌধুরীর মতে আমাদের আত্মাকে পরিপক্ব করে তুলতে হবে কেন?
ক) নিজের কল্যাণের জন্য
খ) স্রষ্টার উপভোগের জন্য
গ) অমরত্ব লাভের জন্য
ঘ) মানবসত্তার বিকাশের জন্য
উত্তরঃ খ) স্রষ্টার উপভোগের জন্য

২২. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে জীবন মানে কী?
ক) বৃদ্ধি
খ) প্রাপ্তি ও দান
গ) সৌন্দর্য ও সহিষ্ণুতা
ঘ) সাধনা ও সেবা
উত্তরঃ ক) বৃদ্ধি

২৩. যা প্রাপ্তি তা-ই কী?
ক) গুণ
খ) দান
গ) ভোগ
ঘ) গ্রহণ
উত্তরঃ খ) দান

২৪. কোন কাজটি দিয়ে বৃক্ষের কাজ সমাপ্তি বুঝায় না?
ক) ফুল ফোটানো
খ) বৃদ্ধি ও বিকাশ
গ) ফল ধরানো
ঘ) রস টেনে মোটা হওয়া
উত্তরঃ ঘ) রস টেনে মোটা হওয়া

২৫. “সাহিত্যের অঙ্গনে ও বাস্তব জীবনে উভয় ক্ষেত্রেই তিনি ছিলেন সৌন্দর্যবোধ, মুক্তিবুদ্ধি চেতনা ও মানব প্রেমের আদর্শের অনুসারী” কার সম্পর্কে বলা হয়েছে?
ক) মানিক বন্দ্যোপাধ্যায়
খ) মোতাহের হোসেন চৌধুরী
গ) বেগম রোকেয়া
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ) মোতাহের হোসেন চৌধুরী

২৬. বৃক্ষ জীবনের গুরুভার বহন করে—
ক) ধীর ও সহিষ্ণুতায়
খ) শান্ত ও সহিষ্ণুতায়
গ) নীরবতা ও নিশ্চিন্ততায়
ঘ) প্রতিবাদহীন ও বেদনাহীনতায়
উত্তরঃ ক) ধীর ও সহিষ্ণুতায়

২৭. “চর্মচক্ষুকে বড় না করে কল্পনা ও অনুভূতির চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনাও সহজে উপলব্ধি করা যায়।” ‘অনুভূতির চোখ’ অর্থ কী?
ক) কাল্পনিক চোখ
খ) দিব্যদৃষ্টি
গ) কল্পনার চোখ
ঘ) কুদৃষ্টি
উত্তরঃ খ)দিব্যদৃষ্টি

২৮. “যা তার প্রাপ্তি তাই তার দান” বলতে মোতাহের হোসেন চৌধুরী কাকে বুঝিয়েছেন?
ক) বৃক্ষকে
খ) সৃজনশীল মানুষকে
গ) নদীকে
ঘ) সাধারণ মানুষকে
উত্তরঃ ক) বৃক্ষকে

২৯. “নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে।” কার জীবন?
ক) বৃক্ষের
খ) নদীর
গ) মানুষের
ঘ) ফুলের
উত্তরঃ ক) বৃক্ষের

৩০. নীরব ভাষায় বৃক্ষ আমাদের কিসের গান গেয়ে শোনায়?
ক) আত্মার
খ) ভালোবাসার
গ) সাধনার
ঘ) সার্থকতার
উত্তরঃ ঘ) সার্থকতার

৩১. ‘শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে সাধুর ঐশ্বর্য শুধু পরাহিত তরে’ উদ্দীপকের সাধু ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের কার সাথেতুলনীয়?
ক) বৈজ্ঞানিক
খ) সন্ন্যাসী
গ) শিল্পী ও সাহিত্যিকের
ঘ) সাহিত্যিক
উত্তরঃ গ) শিল্পী ও সাহিত্যিকের

৩২. জীবনের প্রকৃত মানে কী?
ক) শিল্পী-সাহিত্যিকের
খ) বুদ্ধিজীবীর
গ) বৃদ্ধির
ঘ) পরিপকৃতা ও উপলব্ধিতে
উত্তরঃ গ) বৃদ্ধির

৩৩. বৃক্ষ ও সৃজনশীল মানুষের সাধনায় সাদৃশ্য কোনটি দেখা যায়?
ক) প্রাপ্তি ও দানে
খ) বিকাশ ও বৃদ্ধিতে
গ) আনন্দের গান
ঘ) জাগরণের গান
উত্তরঃ ক) প্রাপ্তি ও দানে

৩৪. ‘বুদ্ধির মুক্তি আন্দোলন’ নামে পরিচিত বাঙালি মুসলমান সমাজের অগ্রগতির এক যুগান্তকারী কান্ডারি হিসাবে পরিচিত কে?
ক) মোতাহের হোসেন চৌধুরী
খ) কাজী নজরুল ইসলাম
গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ) সিকানদার আবু জাফর
উত্তরঃ ক) মোতাহের হোসেন চৌধুরী

Leave a Comment