আমি কিংবদন্তির কথা বলছি বহুনির্বাচনী প্রশ্ন উত্তর (MCQ)

“আমি কিংবদন্তির কথা বলছি” কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহর এক গভীরতম বোধ এবং বাস্তবতা মিশ্রিত কাব্য, যেখানে তিনি বাঙালি জাতির আত্মত্যাগ, সংগ্রাম এবং শিকড়ের প্রতি ভালোবাসার কথা ব্যক্ত করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকের পোস্টে আমি কিংবদন্তির কথা বলছি বহুনির্বাচনী প্রশ্ন উত্তর (MCQ) লিখে দিলাম।

আমি কিংবদন্তির কথা বলছি বহুনির্বাচনী প্রশ্ন উত্তর (MCQ)

১. ‘সহিষ্ণু প্রতীক্ষা’ – এর রচয়িতা কে?
ক) আবু জাফর ওবায়দুল্লাহ
খ) আল মাহমুদ
গ) দিলওয়ার
ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর: ক) আবু জাফর ওবায়দুল্লাহ

২. “আমি কিংবদন্তির কথা বলছি” কবিতাটি কোন ছন্দে রচিত?
ক) অমিত্রাক্ষর ও মাত্রাবৃত্ত
খ) অক্ষরবৃত্ত ছন্দ
গ) সোনেট ছন্দ
ঘ) গদ্যছন্দ
উত্তর: ঘ) গদ্যছন্দ

৩. “আমি কিংবদন্তির কথা বলছি” কবিতায় প্রবাহমান নদী কাকে ভাসিয়ে রাখে?
ক) কবিকে
খ) মায়ের ছেলেকে
গ) দুঃখিনী মাতাকে
ঘ) যে সাঁতার জানে না তাকে
উত্তর: ঘ) যে সাঁতার জানে না তাকে

৪. শত্রুরা কেন পেছন থেকে আক্রমণ করে?
ক) প্রতিহত হবার ভয়ে
খ) চালাকির জন্য
গ) তারা ভীরু বলে
ঘ) যুদ্ধের নিয়ম
উত্তর: গ) তারা ভীরু বলে

৫. আবৃত্তিজগতে কোন কবিতাটি বহুল ব্যবহৃত?
ক) নূরলদীনের কথা মনে পড়ে যায়
খ) আমি কিংবদন্তির কথা বলছি
গ) সেই অত্র
ঘ) সাম্যবাদী
উত্তর: খ) আমি কিংবদন্তির কথা বলছি

৬. কবি কেন তার পূর্বপুরুষের কথা বলেছেন?
ক) কৃতজ্ঞতার জন্য
খ) গৌরবজনক ইতিহাসে আছে বলে
গ) পিতামহের নির্দেশ
ঘ) কোনো কারণ নেই
উত্তর: খ) গৌরবজনক ইতিহাসে আছে বলে

৭. কার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল?
ক) পূর্বপুরুষের
খ) মায়ের
গ) বাবার
ঘ) ভাইয়ের
উত্তর: ক) পূর্বপুরুষের

৮. কিসের অনিবার্য অভ্যুত্থানও সুপুরুষ ভালোবাসার?
ক) সজাগ ভাবনার
খ) ভাইয়ের
গ) বাবার কবিতা
ঘ) সশস্ত্র সুন্দরের
উত্তর: ঘ) সশস্ত্র সুন্দরের

৯. ‘তিনি অতিক্রান্ত পাহাড়ের ‘অতিক্রান্ত পাহাড়’ কী অর্থ প্রকাশ করেছে?
ক) বর্তমানের প্রাপ্তি
খ) ভবিষ্যতের সুখ-স্বপ্ন
গ) বহমান সংগ্রাম
ঘ) অতীতের বিজয় গাথা
উত্তর: ঘ) অতীতের বিজয় গাথা

১০. যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কী থেকে যাবে?
ক) মনিব
খ) দাস
গ) ক্রীতদাস
ঘ) শোষিত
উত্তর: গ) ক্রীতদাস

১১. “আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় বারবার উচ্চারণের মধ্য দিয়ে ‘কবিতা’ শব্দটি কিসের প্রতীকী রূপ ধারণ করেছে?
ক) মুক্তি
খ) আবেগ
গ) সংগ্রাম
ঘ) ঐতিহ্য
উত্তর: ক) মুক্তি

১২. ‘সাত নরীর হার’ কে লিখেছেন?
ক) বিদ্রোহ
খ) সাফল্য
গ) আবু জাফর ওবায়দুল্লাহ
ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর: গ) আবু জাফর ওবায়দুল্লাহ

১৩. কবি শেষ পঙক্তিতে তাঁর বলতে বুঝিয়েছেন—
ক) দাসত্বের অবসান
খ) পূর্বপুরুষকে
গ) সমর্পণের ত্যাগ
ঘ) সংগ্রামের বার্তা
উত্তর: খ) পূর্বপুরুষকে

১৪. কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবির কাছে কিসের মতো?
ক) গানের
খ) কবিতার
গ) রক্তের
ঘ) স্পন্দনের
উত্তর: খ) কবিতার

১৫. কবি উনোনের আগুনে আলোকিত কেমন জানালার কথাবলেছেন?
ক) উজ্জ্বল
খ) নিষ্প্রভ
গ) ছোট
ঘ) বড়
উত্তর: ক) উজ্জ্বল

১৬. ‘কিংবদন্তি’ শব্দবন্ধটি কিসের প্রতীক হয়ে উঠেছে?
ক) সভ্যতার
খ) ঐতিহ্যের
গ) সংগ্রামের
ঘ) ইতিহাসের
উত্তর: খ) ঐতিহ্যের

১৭. কোন চরণটি চিত্রকল্পময়?
ক) ‘ও আমি কিংবদন্তির কথা বলছি’
খ) ‘সংস্কৃতির ইতিহাসের’
গ) বর্ধিত জমির প্রতিটি শস্য দানা কবিতা
ঘ) ‘ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে’
উত্তর: গ) বর্ধিত জমির প্রতিটি শস্য দানা কবিতা

১৮. ‘লৌহখণ্ডকে’ প্রজ্বলিত করা অর্থ কী?
ক) লোহা উত্তপ্ত করা
খ) দেশের জন্য যুদ্ধ করা
গ) সাহসের সাথে অত্র শান দেয়া
ঘ) ভূমিকর্ষণের উপযোগী লোহা তৈরি করা
উত্তর: গ) সাহসের সাথে অত্র শান দেয়া

১৯. “আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি ‘রক্তজবার মতো ক্ষত’ বলতে কার ক্ষত বুঝিয়েছেন?
ক) পূর্বপুরুষকে
খ) বাবাকে
গ) বন্দী ক্রীতদাসের
ঘ) মুক্তি প্রত্যাশীর
উত্তর: গ) বন্দী ক্রীতদাসের

২০. ‘আমিকি তাঁর মতো কবিতার কথা বলতে পারবো?’—পঙক্তিটিতে কোন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে?
ক) কল্পনাবিলাসের
খ) সৃষ্টিশীলতা প্রকাশের সুযোগের
গ) শোষণমুক্তির
ঘ) প্রতিবাদ করতে পারার
উত্তর: খ) সৃষ্টিশীলতা প্রকাশের সুযোগের

২১. যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে কোথায় ধরে রাখতে পারে না?
ক) হাত
খ) অন্তরে
গ) মাথায়
ঘ) হূৎপিণ্ডে
উত্তর: ঘ) হূৎপিণ্ডে

২২. আবু জাফর ওয়ায়দুল্লাহ কোন দেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপালন করেন?
ক) যুক্তরাষ্ট্র
খ) পাকিস্তান
গ) ভারত
ঘ) অস্ট্রেলিয়া
উত্তর: ক) যুক্তরাষ্ট্র

২৩. ‘কিংবদন্তি’ শব্দের অর্থ কী?
ক) বিখ্যাত ও সম্মানীয়
খ) ভারত
গ) ধনাঢ্য
ঘ) জনশ্রুতি
উত্তর: ঘ) জনশ্রুতি

২৪. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবির প্রত্যাশিত মুক্তির প্রতীক হিসেবে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে?
ক) কবিতা
খ) কিংবদন্তি
গ) রক্তজবা
ঘ) সূর্য
উত্তর: ক) কবিতা

২৫. কবির পূর্বপুরুষের কোথায় পলিমাটির সৌরভ ছিল?
ক) করতলে
খ) শরীরে
গ) ফসলে
ঘ) চোখে
উত্তর: ক) করতলে

২৬. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায়, জিহ্বার উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কী?
ক) গান
খ) গল্প
গ) কবিতা
ঘ) স্লোগান
উত্তর: গ) কবিতা

২৭. আমাদের পূর্বপুরুষের পিঠে কিসের মতো ক্ষত ছিল?
ক) কৃষ্ণচূড়া
খ) শিমুল
গ) রক্তজবা
ঘ) জবা
উত্তর: গ) রক্তজবা

২৮. সূর্যকে হূৎপিণ্ডে ধরে রাখার মাধ্যমে কোন চেতনা প্রকাশ পায়?
ক) শোষণের চেতনা
খ) সদা প্রজ্বলিত চেতনা
গ) শাসক হওয়ার চেতনা
ঘ) সংগ্রামের চেতনা
উত্তর: খ) সদা প্রজ্বলিত চেতনা

২৯. ‘বিচলিত স্নেহ’ বলতে কবি যা বুঝিয়েছেন—
ক) মানসিক আশঙ্কা
খ) স্নেহের প্রতিদান
গ) স্বাধীনতার চেতনা
ঘ) আপনজনের উৎকণ্ঠা
উত্তর: ঘ) আপনজনের উৎকণ্ঠা

৩০. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় গর্ভবতী বোনের মৃত্যুকিসের প্রতীক?
ক) বাঙালির ত্যাগ
খ) প্রতিশোধের প্রতীক
গ) সংগ্রামের প্রতীক
ঘ) নিপীড়নের প্রতীক
উত্তর: ঘ) নিপীড়নের প্রতীক

৩১. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় মুক্তির পূর্ব শর্ত কী?
ক) যুদ্ধ
খ) সংগ্রাম
গ) সাহস
ঘ) একতা
উত্তর: ক) যুদ্ধ

৩২. “আমি কিংবদন্তির কথা বলছি” কবিতায় কবির পূর্বপুরুষ কিসের কথা বলতেন?
ক) রক্তজবা
খ) অতিক্রান্ত পাহাড়
গ) শস্যদানা
ঘ) পলিমাটি
উত্তর: খ) অতিক্রান্ত পাহাড়

৩৩. ‘যেখানেই থাকি, হৃদয়ে বাংলাদেশ” উদ্দীপকটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কবির কোন মনোভাবকে উপস্থাপন করে?
ক) শেকড় সন্ধানী মনোভাব
খ) সাম্যবাদী মনোভাব
গ) প্রকৃতি চেতনা
ঘ) জীবনবাদী মানসিকতা
উত্তর: ক) শেকড় সন্ধানী মনোভাব

৩৪. কোনটি আবু জাফর ওবায়দুল্লাহর জীবনকাল?
ক) ১৯৩৩-২০০৩
খ) ১৯৩৪-২০০০
গ) ১৯৩৪-২০০১
ঘ) ১৯৩৩-২০০৮
উত্তর: গ) ১৯৩৪-২০০১

৩৫. “আমি কিংবদন্তির কথা বলছি” কবিতায় কবি পৌনঃপুনিকভাবে কিসের আকাঙ্ক্ষায় সোচ্চার হয়েছেন?
ক) মানবমুক্তির
খ) ইতিহাস চেতনা
গ) শিকড়সন্ধানী চেতনা
ঘ) ধর্মীয় চেতনা
উত্তর: ক) মানবমুক্তির

৩৬. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ভালোবাসা দিলে কেমরে যায় ?
ক)মা
খ) মেয়ে
গ) বোনমেয়ে
ঘ) স্ত্রী
উত্তর: ক)মা

৩৭. কবি উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল কিসের কথাবলেছেন ?
ক) দরজার
খ) বোতলের
গ) জানালার
ঘ) কাঁচির
উত্তর: গ) জানালার

৩৮. সূর্যকে হৃদয়ে ধারণ করতে পারলে মুক্তি অনিবার্য কারণ-
ক) শক্তির আধার হওয়ায়
খ) শত্রুদের ভয় হওয়ায়
গ) তার আশীর্বাদ থাকায়
ঘ) প্রচণ্ড উত্তাপ থাকায়
উত্তর: ক) শক্তির আধার হওয়ায়

৩৯. কোন কবিতাটি রচনার পেছনে কবি দর্শনে আছে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস?
ক) ফেব্রুয়ারি ১৯৬৯
খ) রক্তে আমার অনাদি অস্থি
গ) সেই অত্র
ঘ) আমি কিংবদন্তির কথা বলছি
উত্তর: ঘ) আমি কিংবদন্তির কথা বলছি

৪০. কেন মানুষ ভালোবেসে যুদ্ধে যেতে পারে না?
ক) কবিতার ব্যঞ্জনা জানা নেই বলে
খ) কবিতার আকৃতি জানে না বলে
গ) কবিতার সময় জানা নেই বলে
ঘ) কবিতার বিপ্লবী ভাব বোঝে না বলে
উত্তর: ঘ) কবিতার বিপ্লবী ভাব বোঝে না বলে

৪১. যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?
ক) পাখির কলকাকলি
খ) ঝড়ের আর্তনাদ
গ) নদীর শ্লোক
ঘ) সমুদ্রের গর্জন
উত্তর: খ) ঝড়ের আর্তনাদ

৪২. নিচের কোন কবি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন?
ক) আল মাহমুদ
খ) দিলওয়ার খান
গ) আবু জাফর ওবায়দুল্লাহ
ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর: গ) আবু জাফর ওবায়দুল্লাহ

৪৩. আবু জাফর ওবায়দুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ১৯৯১
খ) ২০০১
গ) ২০০২
ঘ) ২০০৩
উত্তর: খ) ২০০১

৪৪. “আমি আমার পূর্বপুরুষের কথা বলছি” চরণটি কতবার ব্যবহৃত হয়েছে?
ক) ৩ বার
খ) ৪ বার
গ) ৫ বার
ঘ) ৬ বার
উত্তর: ক) ৩ বার

৪৫. কবিতা সম্পর্কে কোন কথাটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় বলা হয়নি?
ক) জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা
খ) সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা
গ) সশস্ত্র বিপ্লবীর উচ্চারিত প্রতিটি বাক্য কবিতা
ঘ) সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সংগীত কবিতা
উত্তর: গ) সশস্ত্র বিপ্লবীর উচ্চারিত প্রতিটি বাক্য কবিতা

৪৬. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি কার মৃত্যুর কথা বলেছেন?
ক) ভাইয়ের
খ) বোনের
গ) মায়ের
ঘ) পিতার
উত্তর: খ) বোনের

৪৭. ‘আমি উচ্চারিত সত্যের মতো— স্বপ্নের কথা বলছি’— এখানে ‘স্বপ্ন’ শব্দটির সর্বোচ্চ গ্রহণযোগ্য অর্থ কোনটি?
ক) নিদ্রিত অবস্থায় কোনো বিষয়ের প্রত্যক্ষ অনুভব
খ) নিদ্রিত অবস্থায় অনুভূত বিষয়
গ) নিদ্রিত অবস্থায় মনের ক্রিয়া
ঘ) স্বপ্ন অথচ মিথ্যে নয়
উত্তর: ঘ) স্বপ্ন অথচ মিথ্যে নয়

৪৮. আবু জাফর ওবায়দুল্লাহ কত রাষ্ট্রদূতের দায়িত্ব নেন?
ক) ১৯৮১
খ) ১৯৮২
গ) ১৯৮৩
ঘ) ১৯৮৪
উত্তর: ঘ) ১৯৮৪

৪৯. লোক পরম্পরায় শ্রুত ও কথিত বিষয়—কথাটির সঙ্গে সম্পর্ক আছে যে শব্দের—
ক) লোককাহিনি
খ) কিংবদন্তি
গ) পল্লিকথা
ঘ) ঐতিহাসিক
উত্তর: খ) কিংবদন্তি

Leave a Comment