অপরিচিতা গল্পের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর (MCQ)

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অপরিচিতা’ একটি সামাজিক ও নৈতিক শিক্ষা বহনকারী গল্প। এখানে কল্যাণীর আত্মমর্যাদা, শম্ভুনাথ সেনের সাহসিকতা, এবং অনুপমের আত্মোপলব্ধি একসঙ্গে মিলে নারীর মর্যাদা ও মানসিক শক্তির জয়গান করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকের পোস্টে থাকছে অপরিচিতা গল্পের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর (MCQ)।

অপরিচিতা গল্পের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর (MCQ)

১. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কী?
ক) দেনাপাওনা
খ) নষ্টনীড়
গ) মুসলমানীর গল্প
ঘ) অতিথি
উত্তরঃ গ) মুসলমানীর গল্প

২. শিশুকালে অনুপম কেমনভাবে মানুষ হয়েছে?
ক) সাদামাটাভাবেই
খ) কঠোর শ্রমে
গ) আদরে
ঘ) অনাদরে
উত্তরঃ গ) আদরে

৩. কে অনুপমের মন উতলা করে দিল?
ক) কল্যাণী
খ) বিনুদা
গ) হরিশ
ঘ) শম্ভুনাথ
উত্তরঃ গ) হরিশ

৪. ‘অপরিচিতা’ গল্পের সরস রচনার গুণ আছে কার?
ক) অনুপমের
খ) শম্ভুনাথের
গ) বিনুদাদার
ঘ) হরিশের
উত্তরঃ ঘ) হরিশের

৫. “তাহার বিনয়টা অজস্র নয়”—কার কথা বলা হয়েছে?
ক) অনুপমের
খ) শম্ভুনাথের
গ) হরিশের
ঘ) বিনুদাদার
উত্তরঃ খ) শম্ভুনাথের

৬. “ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল”—’ফুল’ এখানে কিসের রূপক?
ক) কল্যাণীর সৌন্দর্যের
খ) অনুপমের জীবনের
গ) কল্যাণীর চরিত্রের
ঘ) অনুপমের মানসিকতার
উত্তরঃ খ) অনুপমের জীবনের

৭. অনুপমের আসল অভিভাবক কে?
ক) মা
খ) বাবা
গ) মামা
ঘ) শ্বশুর
উত্তরঃ গ) মামা

৮. ‘অভ্র’ শব্দটি ‘অপরিচিতা’ গল্পে কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) এক ধরনের খনিজ পদার্থ
খ) এক ধরনের রৌপ্য
গ) এক ধরনের স্বর্ণ
ঘ) এক ধরনের লোহা
উত্তরঃ ক) এক ধরনের খনিজ পদার্থ

৯. শম্ভুনাথ বাবু গহনাগুলো কিসে বেঁধে এনেছিলেন?
ক) গামছায়
খ) চাদরে
গ) ব্যাগে
ঘ) ঝোলায়
উত্তরঃ ক) গামছায়

১০. ‘কলি যে চারপোয়া হইয়া আসিল’—বলে রবীন্দ্রনাথ কী বোঝাতে চেয়েছেন?
ক) অনুপমের দুর্ভাগ্য
খ) কল্যাণীর সৌন্দর্য
গ) পরিপূর্ণ কলিকাল
ঘ) সমাজের অবক্ষয়
উত্তরঃ গ) পরিপূর্ণ কলিকাল

১১. ‘আজ আমার বয়স সাতাশমাত্র’—কার বয়সের কথা বলা হয়েছে?
ক) হরিশের
খ) কল্যাণীর
গ) লেখকের
ঘ) অনুপমের
উত্তরঃ ঘ) অনুপমের

১২. কল্যাণীর বিয়েতে অস্বীকৃতি ও মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করায় পাঠকের চোখে তার কোন বৈশিষ্ট্য ধরা পড়েছে?
ক) অহংকার
খ) আধুনিকতা
গ) মূল্যবোধ
ঘ) নারীস্বাতন্ত্র্য
উত্তরঃ ঘ) নারীস্বাতন্ত্র্য

১৩. বিশ শতকে রচিত রবীন্দ্রনাথের ছোটগল্পে কী প্রাধান্য পেয়েছে?
ক) অতিপ্রাকৃত চেতনা
খ) প্রকৃতিপ্রেম
গ) বাস্তবতা
ঘ) স্বপ্ন-কল্পনার মুগ্ধতা
উত্তরঃ গ) বাস্তবতা

১৪. ‘অপরিচিতা’ গল্পে যে দিকটি প্রকাশিত হয়েছে—
ক) যৌতুকের প্রতিবাদ ও নারীস্বাতন্ত্র্য
খ) পারিবারিক ঠুনকো সম্ভ্রমবোধ
গ) পরিবারতন্ত্র ও অর্থলোলুপতা
ঘ) অকারণ অহংকারে অপমান আঘাত
উত্তরঃ ক) যৌতুকের প্রতিবাদ ও নারীস্বাতন্ত্র্য

১৫. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভিখারিনী’ ছোটগল্পটি কত বছর বয়সে প্রকাশিত হয়?
ক) চৌদ্দ বছর বয়সে
খ) পনেরো বছর বয়সে
গ) ষোলো বছর বয়সে
ঘ) সতেরো বছর বয়সে
উত্তরঃ গ) ষোলো বছর বয়সে

১৬. বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকে কোথায় আসতে হলো?
ক) দিনাজপুর
খ) বোম্বে
গ) কলকাতা
ঘ) দিল্লি
উত্তরঃ গ) কলকাতা

১৭. কণ্ঠস্বরের মধ্যে দিয়ে কোন বিষয়টি অনুপম উপলব্ধি করতে পেরেছিল?
ক) যোগ্যতা
খ) চরিত্র
গ) পারিবারিক অবস্থান
ঘ) রূপ
উত্তরঃ রূপ

১৮. ‘অপরিচিতা’ গল্পটি ‘সবুজপত্র’ পত্রিকার কোন সংখ্যায় বের হয়?
ক) ১৩২১ বঙ্গাব্দের কার্তিক সংখ্যা
খ) ১৩২১ বঙ্গাব্দের পৌষ সংখ্যা
গ) ১৩২০ বঙ্গাব্দের কার্তিক সংখ্যা
ঘ) ১৩১৯ বঙ্গাব্দের কার্তিক সংখ্যা
উত্তরঃ ক) ১৩২১ বঙ্গাব্দের কার্তিক সংখ্যা

১৯. ‘অপরিচিতা’ রবীন্দ্রনাথের কোন গ্রন্থে প্রথম সংকলিত হয়েছিল?
ক) গল্পগুচ্ছ
খ) গল্প সংকলন
গ) গল্প সপ্তক
ঘ) সবুজপত্র
উত্তরঃ গ) গল্প সপ্তক

২০. ফল্লু ভারতের কোন অঞ্চলের নদী?
ক) কাশি
খ) গয়া
গ) কানপুর
ঘ) দিল্লি
উত্তরঃ ঘ)দিল্লি

২১. ‘মেয়ে যদি বল তবে’—কার উক্তি?
ক) অনুপমের
খ) বিনুদাদার
গ) হরিশের
ঘ) সতীশের
উত্তরঃ গ) হরিশের

২২. “ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ছিল”—কাদের কথা বলা হয়েছে?
ক) কল্যাণীদের
খ) অনুপমদের
গ) হরিশদের
ঘ) মামাদের
উত্তরঃ ক) কল্যাণীদের

২৩. অনুপম কেমন প্রকৃতির লোক?
ক) সহজ-সরল
খ) অতিবিনয়ী
গ) ব্যক্তিত্বহীন
ঘ) স্বার্থান্বেষী
উত্তরঃ ঘ) ব্যক্তিত্বহীন

২৪. শম্ভুনাথ বাবু বিয়ের আসর থেকে বরকে ফিরিয়ে দিয়েছিলেন কেন?
ক) বরপক্ষের হীন আচরণে
খ) যৌতুকের কারণে
গ) অনুপমের নির্জীবতায়
ঘ) কন্যার ইচ্ছায়
উত্তরঃ গ) অনুপমের নির্জীবতায়

২৫. ‘ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে লইয়াছেন।’ এই ‘ফল্গু নদীর বৈশিষ্ট্য কী?
ক) অন্তঃসলিলা
খ) জোয়ার-ভাটাহীন
গ) খরস্রোতা
ঘ) দ্বীপবেষ্টিত
উত্তরঃ ক) অন্তঃসলিলা

২৬. রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত প্রথম ছোটগল্প কোনটি?
ক) মুক্তি
খ) মন্দির
গ) পুঁইমাচা
ঘ) ভিখারিনী
উত্তরঃ ঘ) ভিখারিনী

২৭. ‘অপরিচিতা’ গল্পে “ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তাঁর উপরে চোখ পড়িবার মতো চেহারা” কার?
ক) উকিলবাবুর
খ) হরিশের
গ) শম্ভুনাথবাবুর
ঘ) বিনুদাদার
উত্তরঃ গ) শম্ভুনাথবাবুর

২৮. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘অপরিচিতা’ গল্পে অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ কী?
ক) কন্যার পিতা গরিব বলে
খ) মামার হীন ব্যবহার
গ) কন্যার রূপের অভাব
ঘ) যৌতুক দিতে না পারায়
উত্তরঃ খ) মামার হীন ব্যবহার

২৯. কল্যাণীর গহনা ছিল—
ক) যৌতুক দিতে না পারায়
খ) শম্ভুনাথ বাবুর অনিচ্ছা
গ) হাল ফ্যাশনের
ঘ) পুরনো
উত্তরঃ ঘ) পুরনো

৩০. সরস্বতীর সঙ্গে কোন বনের সম্পর্ক?
ক) শালবন
খ) ফুলবন
গ) পদ্মবন
ঘ) সুন্দরবন
উত্তরঃ গ) পদ্মবন

৩১. গজানন কাকে বলা হয়?
ক) গণেশকে
খ) শিবকে
গ) হনুমানকে
ঘ) বিষ্ণুকে
উত্তরঃ ক) গণেশকে

৩২. বিয়ে সম্পর্কে মামার বিশেষ মতের কারণ কী?
ক) তার অহিমকা বোধ বজায় রাখা
খ) সংসারের শান্তি
গ) বিষয়ক দূরদৃষ্টি
ঘ) সম্বন্ধ করে যেন ঠকতে না হয়
উত্তরঃ ঘ) সম্বন্ধ করে যেন ঠকতে না হয়

৩৩. অনুপম প্রতিদিন কখন বিনুদার বাড়িতে যেত?
ক) সকালে
খ) সন্ধ্যায়

গ) বিকালে
ঘ) রাতে
উত্তরঃ খ) সন্ধ্যায়

৩৪. সুরেশ ‘অপরিচিতা’ গল্পে কার সাদৃশ্য বহন করে?
ক) হরিশের
খ) শম্ভুনাথের
গ) অনুপমের
ঘ) বিনুদাদার
উত্তরঃ গ) অনুপমের

৩৫. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অচলায়তন’ কোন ধরনের গ্রন্থ?
ক) কাব্যগ্রন্থ
খ) নাট্যগ্রন্থ
গ) উপন্যাস
ঘ) প্রবন্ধ গ্রন্থ
উত্তরঃ খ) নাট্যগ্রন্থ

৩৬. “এটা আপনারাই রেখে দিন”—এটা আসলে কী?
ক) নাকফুল
খ) এয়ারিং
গ) হার
ঘ) আংটি
উত্তরঃ খ) এয়ারিং

৩৭. “মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস”—‘অপরিচিতা’ গল্পে কার এ অভ্যাস?
ক) হরিশের
খ) শম্ভুনাথের
গ) অনুপমের মায়ের
ঘ) বিনুদাদার
উত্তরঃ গ)অনুপমের মায়ের

৩৮. রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কী?
ক) সারদা দেবী
খ) কল্যাণী দেবী
গ) সরলা দেবী
ঘ) প্রতিমা দেবী
উত্তরঃ ক) সারদা দেবী

৩৯. অনুপমের মামাকে কথায় দমানো শক্ত কেন?
ক) বাচাল বলে
খ) অনর্গল বলেন বলে
গ) গায়ের জোর বেশি বলে

ঘ) অন্যের কথা শোনে না বলে
উত্তরঃ ক) অনর্গল বলেন বলে

৪০. উমেদারি মানে কী?
ক) অন্যের কথা শোনে না
খ) উৎসাহী হওয়া
গ) ধরনা দেওয়া

ঘ) তোষামোদি করা
উত্তরঃ গ) ধরনা দেওয়া

৪১. অনুপমের বাড়ির সকলের রেগে যাওয়ার কারণ কী?
ক) অপরিচ্ছন্ন পরিবেশ
খ) বিয়ের আয়োজনে দীনতা
গ) শম্ভুনাথের একগুঁয়েমি
ঘ) তোষামোদি করা
উত্তরঃ গ) শম্ভুনাথের একগুঁয়েমি

৪২. “তাহা হইলে তামাশা যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে।” এখানে ‘তামাশা’ হলো—
ক) অসম্মান
খ) অপবাদ
গ) অপমান
ঘ) পঁচিশ
উত্তরঃ গ) অপমান

৪৩. ‘তখন আমার বয়স ছিল তেইশ।’ এখন কত?
ক) ছাব্বিশ
খ) সাতাশ
গ) আটাশ
ঘ) অকল্যাণ
উত্তরঃ খ) সাতাশ

৪৪. ‘কী সর্বনাশ। এ পক্ষেও মাতুল আছে নাকি?’ এখানে ‘মাতুল’ হলো—
ক) মামা
খ) বিপদ

গ) মাতৃভূমি

,ঘ) পণ
উত্তরঃ ক) মামা

৪৫. অনুপমকে শিমূলফুল, মাকালফল অভিহিত করার মধ্যে অনুপমের প্রতি পন্ডিতমশাইয়ের কী ধরনের মনোভাব ফুটে ওঠে?
ক) প্রশ্রয়
খ) বিদ্রূপ

গ) আদর

ঘ) তিরস্কার
উত্তরঃ খ) বিদ্রূপ

৪৬. ‘বাপের এক মেয়ে যে বড়ো আদরের মেয়ে’—কার কথা বোঝানো হয়েছে?
ক) বিলাসিনী
খ) রূপমা
গ) কল্যাণী
ঘ) জয়া
উত্তরঃ গ) কল্যাণী

৪৭. ‘তবু ইহার বিশেষ মূল্য আছে’—এখানে কিসের মূল্যের কথা বলা হয়েছে?
ক) অনুপমের জীবনের
খ) অনুপমের মরণের
গ) অনুপমের কর্মের
উত্তরঃ ক) অনুপমের জীবনের

৪৮. অনুপমের শ্বশুরবাড়িতে কে বরযাত্রীদের সাথে অজস্র বিনয় দেখাচ্ছিল?
ক) শম্ভুনাথের ব্যবসায়ী বন্ধু
খ) শম্ভুনাথের ডাক্তার বন্ধু
গ) শম্ভুনাথের উকিল বন্ধু
ঘ) শম্ভুনাথের বাবার বন্ধু
উত্তরঃ গ) শম্ভুনাথের উকিল বন্ধু

৪৯. অনুপমের পিতা মারা গেলেন—
ক) অকালে
খ) নির্যাতনে
গ) দারিদ্র্যে
ঘ) অসুস্থতায়
উত্তরঃ ক) অকালে

৫০. ‘আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না’—শম্ভুনাথ সেনের এ কথা বলার কারণ কী?
ক) ক্ষমা প্রার্থনা
খ) ভদ্রতা প্রদর্শন
গ) মেয়ের বিয়ে না দেওয়া
ঘ) ক্ষোভ প্রকাশ
উত্তরঃ গ) মেয়ের বিয়ে না দেওয়া

৫১. রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক জমিদারি কোথায় ছিল?
ক) কুষ্টিয়ায়
খ) যশোরে
গ) রাজশাহীতে
ঘ) ময়মনসিংহে
উত্তরঃ ক) কুষ্টিয়ায়

৫২. অনুপমের মামার জীবনের একমাত্র লক্ষ্য কী ছিল?
ক) অনেক সম্পত্তির মালিক হবেন
খ) মান, সম্মান অর্জন করবেন
গ) কারও কাছে ঠকবেন না
ঘ) অন্যের ঋণ পরিশোধ করবেন না
উত্তরঃ গ) কারও কাছে ঠকবেন না

৫৩. অনুপম কত বছর বয়সে মাতুলকে ছেড়েছিল?
ক) ২২ বছর
খ) ২৫ বছর
গ) ২৭ বছর
ঘ) ২৯ বছর
উত্তরঃ গ) ২৭বছর

৫৪. কল্যাণী টিকেটগুলো কোথায় ছুড়ে ফেলল?
ক) সিটে
খ) গেইটে
গ) বার্থে
ঘ) প্লাটফর্মে
উত্তরঃ ঘ) প্লাটফর্মে

৫৫. অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কী?
ক) গদাধর
খ) প্রদীপ
গ) রামেশ্বর
ঘ) বিনু
উত্তরঃ ঘ) বিনু

৫৬. ‘এয়ারিং’ কোথা থেকে আনা হয়েছে?
ক) বিলেত
খ) কলকাতা
গ) মাদ্রাজ
ঘ) প্যারিস
উত্তরঃ ক) বিলেত

৫৭. অনুপম রেলস্টেশনে কী ফেলে গেল?
ক) ক্যামেরা
খ) বই
গ) ফটোগ্রাফ
ঘ) ডাইরি
উত্তরঃ ক) ক্যামেরা

৫৮. অনুপমের বিয়ে না হওয়ার জন্য দায়ী—
ক) মায়ের লোভ
খ) কুসংস্কার

গ) মামার একগুঁয়েমি

ঘ) তৎকালীন সমাজ
উত্তরঃ গ) মামার একগুঁয়েমি

Leave a Comment